নির্বিঘ্নেই মিটল উত্তরপ্রদেশের প্রথম দফার নির্বাচন, ভোট পড়েছে ৬৪ শতাংশ
বিচ্ছিন্ন দু'একটি অশান্তির ঘটনা ছাড়া নির্বিঘ্নেই মিটল উত্তর প্রদেশে বিধানসভা নির্বাচনের প্রথম দফার ভোট। এদিন ভোট নেওয়া হয়েছে ৭৩টি বিধানসভা কেন্দ্রে। ভোট পড়েছে ৬৪% শতাংশ। বাগপত কেন্দ্রে ভোট দেওয়া নিয়ে দুদলের মধ্যে সংঘর্ষে আহত হয়েছেন ১০ জন। মীরাটে বিজেপি নেতা সঙ্গীত সোমের ভাই গগন সোমকে পিস্তল রাখার জন্য গ্রেফতার করেছে পুলিস।
![নির্বিঘ্নেই মিটল উত্তরপ্রদেশের প্রথম দফার নির্বাচন, ভোট পড়েছে ৬৪ শতাংশ নির্বিঘ্নেই মিটল উত্তরপ্রদেশের প্রথম দফার নির্বাচন, ভোট পড়েছে ৬৪ শতাংশ](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2017/02/11/78426-dfbldjldfgjklfgfg.jpg)
ওয়েব ডেস্ক : বিচ্ছিন্ন দু'একটি অশান্তির ঘটনা ছাড়া নির্বিঘ্নেই মিটল উত্তর প্রদেশে বিধানসভা নির্বাচনের প্রথম দফার ভোট। এদিন ভোট নেওয়া হয়েছে ৭৩টি বিধানসভা কেন্দ্রে। ভোট পড়েছে ৬৪% শতাংশ। বাগপত কেন্দ্রে ভোট দেওয়া নিয়ে দুদলের মধ্যে সংঘর্ষে আহত হয়েছেন ১০ জন। মীরাটে বিজেপি নেতা সঙ্গীত সোমের ভাই গগন সোমকে পিস্তল রাখার জন্য গ্রেফতার করেছে পুলিস।
আরও পড়ুন- উত্তরপ্রদেশে প্রথম দফার ভোটগ্রহণ মোটের উপর শান্তিপূর্ণ
নোটবাতিল পর্বের পর এই প্রথম বিধানসভা নির্বাচন হচ্ছে উত্তর প্রদেশে। পাশাপাশি, জোট গড়ে ভোটে লড়ছে কংগ্রেস ও এসপি। ফলে নোট ও জোট, দুই ইস্যুতেই কিছুটা ব্যাকফুটে থেকে ভোটদাতাদের মুখোমুখি বিজেপি। ফলে এই ভোট মোদীর নোট বাতিল নীতির লিটমাস টেস্ট।