হড়কাবান সন্তানহারা করল কেদারনাথের বারাসু গ্রাম
সন্তান হারানোর যন্ত্রণা এখন কেদারপথের বারাসু গ্রামে। প্রাকৃতিক বিপর্যয় কেড়ে নিয়েছে গ্রামের প্রায় ২০ টি শিশুকে। গ্রামবাসীদের অভিযোগ, পর্যটকদের নিয়ে মাথা ব্যথায় সরকার ভুলেছে তাঁদের কথা।
সন্তান হারানোর যন্ত্রণা এখন কেদারপথের বারাসু গ্রামে। প্রাকৃতিক বিপর্যয় কেড়ে নিয়েছে গ্রামের প্রায় ২০ টি শিশুকে। গ্রামবাসীদের অভিযোগ, পর্যটকদের নিয়ে মাথা ব্যথায় সরকার ভুলেছে তাঁদের কথা।
জল থেকে বাঁচতে ছেলেদের নিয়ে সেদিন পাহাড়ের দিকেই ছুটতে শুরু করেন বারাসু গ্রামের এই বাসিন্দা। আশ্রয় পান পাহাড়ের কোলেও। কিন্তু আর সেখান থেকে ফিরতে পারেননি জনপদে। অনাহারেই মৃত্যু হয়েছে দুই ছেলেরই।
বারাসুর অন্য পরিবারগুলির মত, বাড়তি আয়ের তাগিদে কেদার দশর্নের সময়, সেখানে যেতেন এই পরিবারটিও। দুই ছেলেকে সঙ্গে নিয়ে এবারও যান বাড়ির রোজগেরে সদস্য। কিন্তু ফিরলেন একা। সন্তান হারানোর যন্ত্রণায় বাকরুদ্ধ গোটা পরিবার।
যন্ত্রণার মধ্যেও বারাসুর অভিমান। বিপর্যয়ের সময় বারাসুর মানুষরাই প্রথমে এগিয়ে গিয়েছিলেন উদ্ধারকাজে। কিন্তু প্রশাসনের কেউ একেবারের জন্যও আসেননি এই গ্রামে।