ঘরের মধ্যে কিলবিল করছে কমপক্ষে ৭০টি বিষাক্ত সাপ (দেখুন ভিডিও)
ভিডিওটি দেখলে গায়ের রক্ত হিম হয়ে যায়। শিরদাঁড়া দিয়ে বয়ে যায় ঠান্ডা স্রোত। ঘরের মধ্যে কিলবিল করছে ৭০টি বিষাক্ত সাপ।
ওয়েব ডেস্ক : ভিডিওটি দেখলে গায়ের রক্ত হিম হয়ে যায়। শিরদাঁড়া দিয়ে বয়ে যায় ঠান্ডা স্রোত। ঘরের মধ্যে কিলবিল করছে ৭০টি বিষাক্ত সাপ।
গোপন সূত্রে খবর পেয়ে, পুনের চাকান এলাকায় একটি ফ্ল্যাটে হানা দেয় পুলিস। কার্টুন বাক্স, চটের ব্যাগের মধ্যে থেকে উদ্ধার করে ৪১টি রাসেল ভাইপার ও ৩১টি কোবরা। সেইসঙ্গে বাজেয়াপ্ত করা হয়েছে বেশ কয়েক বোতল সাপের বিষ।
এই ঘটনায় গ্রেফতার করা হয়েছে রঞ্জিত খাড়্গে ও ধনঞ্জয় বেলকুটে নামে দুজনকে। পুলিস জানিয়েছে, অভিযুক্তরা সাপের বিষ পাচার কারবারের সঙ্গে যুক্ত ছিল। উদ্ধার হওয়া সাপগুলিকে বন দফতরের কর্মীদের হাতে তুলে দেওয়া হয়। দেখুন হাড়হিম করা সেই ভিডিও-
#WATCH Pune: Chakan Police arrested 2 persons and seized 70 Cobras and 45 Russell's Viper snakes along with 25 ml venom pic.twitter.com/gQRf1PsuCY
— ANI (@ANI_news) December 27, 2016
আরও পড়ুন, অন্তঃসত্ত্বা তরুণীকে ট্রেন থেকে ফেলে দেওয়ার অভিযোগ প্রেমিকের বিরুদ্ধে