১২ রাজ্যে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস, বন্যার আশঙ্কা
ওয়েব ডেস্ক : প্রবল বৃষ্টিতে বন্যা বিধ্বস্ত আসাম, পশ্চিমবঙ্গ, বিহার, গুজরাট। ভারী বৃষ্টি শুরু হয়েছে মুম্বইতেও। স্বাভাবিকের থেকে কয়েক গুণ বেশি বৃষ্টিতে ইতিমধ্যেই ভাসছে মুম্বই। বিপর্যস্ত জনজীবন। এই পরিস্থিতিতে কেন্দ্রের তরফে নয়া সতর্কবার্তা।
পূর্বাভাস বলছে, আগামী ৩ দিনে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে দেশের ১২টি রাজ্যে। যারফলে দেখা দিতে পারে বন্যা। মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র, গুজরাট, গোয়া, কর্নাটকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। একইসঙ্গে রাজস্থান, ছত্তিশগড়, তেলাঙ্গানা, অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু, কেরালা, দমন-দিউতেও ভারী বৃষ্টির পূর্বাভাস জারি করা হয়েছে।
ইতিমধ্যেই প্রতি রাজ্যে নদী তীরবর্তী মানুষদেরকে সাবধান করা হয়েছে। বলা হয়েছে নিরাপদ স্থানে সরে যাওয়ার জন্য।
আরও পড়ুন, ভাতের উপর সোনা ছড়িয়ে অতিথি আপ্যায়ন, ভিডিও দেখলে চমকে যাবেন