ভিডিয়ো: নমোর সফরের পর 'হাই জোশ' IAF-র, লাদাখে চক্কর যুদ্ধবিমান, অ্যাপাচে কপ্টারের
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (PM Narendra Modi) লাদাখ সফরের পরেরদিনই তৎপর IAF (Indian Air Force)।
নিজস্ব প্রতিবেদন: চিন সীমান্তে যোগ্য জবাবে তৈরি ভারতীয় বায়ুসেনা। ভারত-চিন সংঘাতের মধ্যে (India-China Standoff) লাদাখের ফরওয়ার্ড এয়ারবেসে ঘনঘন ওঠানামা করছে যুদ্ধবিমান। আকাশে চক্কর কাটছে এমকেআই, মিগ-২৯, সুখোই, আপাচে, চিনুক। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (PM Narendra Modi) লাদাখ সফরের পরেরদিনই তৎপর IAF (Indian Air Force)।
শুক্রবার লাদাখে সেনার ফরওয়ার্ড পোস্টে গিয়েছিলেন নরেন্দ্র মোদী। সেনার পাশে দাঁড়িয়ে প্রধানমন্ত্রীর ঘোষণা ছিল,আমি আছি,দেশ আছে আপনাদের পাশে। প্রধানমন্ত্রী এও মনে করিয়ে দিয়েছিলেন, শ্রীকৃষ্ণের বংশীধারী রূপের পুজো হয় এদেশে, আমার সুদর্শনধারী কৃষ্ণও আদর্শ। এতেই যেন কয়েকশো গুণ বেড়ে গিয়েছে বাহিনীর জোশ! শনিবার ভারত-চিন সীমান্তে জোর তৎপরতা। ড্রাগন চোখ রাঙাতে এলে দেওয়া হবে যোগ্য জবাব। আকাশে নিয়মিত টহল দিচ্ছে বায়ুসেনার যুদ্ধবিমান। সুখোই, মিগের পাশাপাশি উড়ছে অ্যাপাচে অ্যাটাক কপ্টার। লাগাতার চলছে চিনুকের কড়া নজরদারি।
#WATCH Indian Air Force (IAF) Apache attack helicopter at a forward airbase near India-China border carrying out air operations. pic.twitter.com/2oAmoLBnfz
— ANI (@ANI) July 4, 2020
শুধু ফাইটার জেটই নয়। সমরাস্ত্র বহনকারী বিমানও নিত্য ওঠানামা করছে ফরওয়ার্ড এয়ারবেসে। আমেরিকার C-17, C-130J-র পাশাপাশি রুশ বিমান ইলুশিন-76 ও আন্তোনভ-32-তে নিয়মিত যাতায়াত করছেন সেনাকর্মীরা। পৌছে যাচ্ছে রসদ। ভারতের সামরিক সজ্জা,আক্রমণাত্মক নয়, প্রতিরক্ষামূলক। বায়ুসেনার এক উইং কম্যান্ডারের কথায়, সব ধরনের চ্যালেঞ্জের মোকাবিলার জন্য উপযুক্ত সরঞ্জাম ও জওয়ান আমাদের রয়েছে। যে কোনও পরিস্থিতি অভিযান ও সেনাকে সহায়তা করতে তৈরি আইএএফ।''
#WATCH An IAF wing commander at a forward airbase near Indo-China border says, "We have all resources in terms of men & equipment to meet all the challenges. IAF is ready in all aspects to undertake all operational tasks & for providing requisite support for military operations." pic.twitter.com/r7N6N9UNHI
— ANI (@ANI) July 4, 2020
বায়ুসেনার স্কোয়াড্রন লিডারের কথায়,''সীমান্তের চ্যালেঞ্জ নিতে সব যোদ্ধাই সক্ষম ও প্রশিক্ষিত। আমাদের জোশ সবসময় উপরেই থাকে।''
#WATCH A squadron leader of Indian Air Force at a forward airbase near Indo-China border says, "Every air warrior at this base and across IAF is fully trained and capable to meet all the challenges. Our josh has always been high and touching the sky with glory." pic.twitter.com/LsyMlq9iSf
— ANI (@ANI) July 4, 2020
লাদাখের মাটিতে দাঁড়িয়ে চিনের নাম না করে হুঙ্কার দিয়েছিলেন প্রধানমন্ত্রী। বুঝিয়ে দিয়েছিলেন, আঘাত আসলে প্রত্যাঘাতের ভাষাটাও যে ভারত ভালোই জানে। মহড়া সেরে তা বুঝিয়ে দিচ্ছে সেনাও।
আরও পড়ুন- হাসপাতালে জওয়ানদের সঙ্গে PM Modi-র সাক্ষাৎ নিয়ে কুৎসা ছড়ানো হচ্ছে: সেনা