RG Kar Incident: 'রাত্তিরের সাথী' ইস্যুতে রাজ্য সরকার দু-বার পাল্টি খেয়েছে: সুপ্রিম কোর্টে বিস্ফোরণ...

RG Kar Incident: আদালতের তরফে প্রশ্ন করা হয়, রাজ্যে কত সিভিক ভলেন্টিয়ার্স  আছে ? তাদের যোগ্যতা কি ? কীভাবে নিয়োগ হয় ? এনিয়ে আইনজীবী ফিরদৌস শামিম বলেন, একটি বিজ্ঞঞাপ্তির মাধ্যমে নিয়োগ করা হয়। সিই বিজ্ঞপ্তি বিচারাধীন।  

Updated By: Oct 15, 2024, 04:16 PM IST
RG Kar Incident: 'রাত্তিরের সাথী' ইস্যুতে রাজ্য সরকার দু-বার পাল্টি খেয়েছে: সুপ্রিম কোর্টে বিস্ফোরণ...

রাজীব চক্রবর্তী: আরজি করে তরুণী চিকিত্সকের খুন ও ধর্ষণের ঘটনার পর রাজ্য সরকার মহিলাদের চিকিত্সাকর্মীদের নিরাপত্তায় একটি অ্যাপ চালু করার কথা বলেছিল। নাম দেওয়া হয়েছিল 'রাত্তিরের সাথী'। রাতে ডিউটিরত মহিলারা কোনও বিপদে পড়লে ওই অ্যাপের মাধ্যমে পুলিসের সঙ্গে যোগাযোগ করতে পারবেন। আরজি কর মামলার শুনানিতে ওই অ্যাপের কথা উঠল সুপ্রিম কোর্টে।

আরও পড়ুন-তিন সপ্তাহ পর নতুন স্টেটাস রিপোর্ট দিতে হবে টাস্ক ফোর্সকে: সুপ্রিম কোর্ট: সুপ্রিম কোর্ট

সুপ্রিম কোর্টে শুনানিতে সিনিয়র ডাক্তারদের আইনজীবী করুণা নন্দী বলেন, 'রাত্তিরের সাথী' ইস্যুতে রাজ্য সরকার দুবার পাল্টি খেয়েছে। কলকাতা হাইকোর্টের নির্দেশ রয়েছে আইনশৃঙ্খলার কাজে সিভিক ভলেন্টিয়ার্সদের নিয়োগ করা যাবে না। সুপ্রিম কোর্টের নির্দেশও রয়েছে। যে সিভিক নিয়োগের বিরোধিতা আমরা করেছিলাম, রাজ্য তাদের নিয়োগ কার্যত দ্বিগুণ করে দিয়েছে। অথচ হাই কোর্ট এই নিয়োগ নিয়ে আপত্তি জানিয়েছিল।

ওই কথা শুনে রাজ্য সরকারের আইনজীবী বলেন, প্রাইভেট সিকিউরিটি রেগুলেশন অ্যাক্ট অনুযায়ী নিয়োগ করা হয়েছে। এটা কেন্দ্রীয় আইন। ব্যক্তিগত ও বেসরকারি নিরাপত্তারক্ষী নিয়োগ করা হয়েছে। কোনো হাসপাতালে নিয়োগ করা হয়নি।

আদালতের তরফে প্রশ্ন করা হয়, রাজ্যে কত সিভিক ভলেন্টিয়ার্স  আছে ? তাদের যোগ্যতা কি ? কীভাবে নিয়োগ হয় ? এনিয়ে আইনজীবী ফিরদৌস শামিম বলেন, একটি বিজ্ঞঞাপ্তির মাধ্যমে নিয়োগ করা হয়। সিই বিজ্ঞপ্তি বিচারাধীন।

সুপ্রিম কোর্টের নির্দেশ, সিভিক ভলেন্টিয়ার্স নিয়োগ ও ডিউটির যাবতীয় খুঁটিনাটি আগামী শুনানির আগে হলফনামা দিয়ে জানাতে হবে রাজ্যকে। হাসপাতাল, স্কুল অথবা পুলিস স্টেশনে তাঁদের ডিউটি দেওয়া হয় কিনা, তা-ও জানাতে হবে।

অন্যদিকে, এদিন নির্যাতিতার আইনজীবী ইন্দিরা জয়সিং বলেন, রাজ্য সরকার নিজেই হলফনামা দিয়ে জানিয়েছে যে, সমস্ত চিকিৎসক কাজে ফিরেছেন। মাত্র কয়েকজন অনশন করছেন। ৩ জন হাসপাতালে চিকিৎসাধীন।  এমন একটা রেজোলিউশন নেওয়া হোক যাতে তারা অনশন প্রত্যাহার করতে পারেন। আইন অনুযায়ী মেডিকেল কলেজে নির্বাচন হওয়ার কথা। কিন্তু, দীর্ঘদিন তা হয়নি। উল্টে থ্রেট কালচার চলছে। নির্বাচন করানোর নির্দেশ দিক আদালত।

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

.