জম্মু-কাশ্মীরের মাচিলে ভারতীয় সেনার মুণ্ডচ্ছেদের ঘটনার পিছনে ছিল কার মদত?

জম্মু-কাশ্মীরের মাচিলে ভারতীয় সেনার মুণ্ডচ্ছেদের ঘটনার পিছনে ছিল পাকসেনার মদত। কার্যত বদ্ধমূল ধারণা ভারতীয় সেনার। জঙ্গিদের ফেলে যাওয়া নাইট ভিশন ডিভাইসগুলি ব্যবহার করে পাকসেনা। আমেরিকায় তৈরি হয় এই ডিভাইসগুলি। আফগান সীমান্তে জঙ্গিদমনের জন্য এই ডিভাইসগুলি ইসলামাবাদকে দিয়েছিল ওয়াশিংটন। এগুলি বিশেষভাবে ব্যবহার করে পাকিস্তানের বর্ডার অ্যাকশন টিম বা BAT. এখানেই শেষ নয়।

Updated By: Nov 29, 2016, 09:01 AM IST
জম্মু-কাশ্মীরের মাচিলে ভারতীয় সেনার মুণ্ডচ্ছেদের ঘটনার পিছনে ছিল কার মদত?

ওয়েব ডেস্ক: জম্মু-কাশ্মীরের মাচিলে ভারতীয় সেনার মুণ্ডচ্ছেদের ঘটনার পিছনে ছিল পাকসেনার মদত। কার্যত বদ্ধমূল ধারণা ভারতীয় সেনার। জঙ্গিদের ফেলে যাওয়া নাইট ভিশন ডিভাইসগুলি ব্যবহার করে পাকসেনা। আমেরিকায় তৈরি হয় এই ডিভাইসগুলি। আফগান সীমান্তে জঙ্গিদমনের জন্য এই ডিভাইসগুলি ইসলামাবাদকে দিয়েছিল ওয়াশিংটন। এগুলি বিশেষভাবে ব্যবহার করে পাকিস্তানের বর্ডার অ্যাকশন টিম বা BAT. এখানেই শেষ নয়।

আরও পড়ুন ব্যাঙ্কে জমা দেওয়া চালু ও নতুন নোট তোলার ক্ষেত্রে নয়া নির্দেশিকা জারি রিজার্ভ ব্যাঙ্কের

হামলাকারীদের ফেলে যাওয়া চিকিত্সা সরঞ্জাম আর ওষুধও করাচি ও লাহোরে তৈরি। গত বাইশে নভেম্বর মাচিলে হামলায় মৃত্যু হয় দুই ভারতীয় জওয়ানের। এক সেনা জওয়ানের মাথা কেটে দেয় হামলাকারী জঙ্গিরা। এই ঘটনাতেই পাক সেনার মদতের সূত্র পেল ভারত।

আরও পড়ুন  হিসাব বহির্ভূত টাকা জমা দিতে গেলে বা ধরা পড়লে কত টাকা কর দিতে হবে জানুন

.