‘জঙ্গলমহলে প্রার্থী হবেন?’ কী বললেন ভারতী ঘোষ?
অবশেষে পদ্মশিবিরের সেনানি হিসেবে নিজের নাম নথিভুক্ত করালেন ভারতী ঘোষ।
নিজস্ব প্রতিবেদন: সালটা ছিল ২০১৭। ৩১ ডিসেম্বর, বছরের শেষ দিনে জি ২৪ ঘণ্টাই প্রথম এক্সক্লুসিভ খবর সম্প্রচার করে জানিয়েছিল, পশ্চিম মেদিনীপুরের প্রাক্তন আইপিএস বিজেপি নেতৃত্বকে চিঠি দিয়ে পদ্ম শিবিরে যোগ দেওয়ার ইচ্ছা প্রকাশ করেছে। মুকুল রায়কে চিঠি লিখে বিজেপি-তে যোগ দেওয়ার ইচ্ছা প্রকাশ করেছিলেন ভারতী ঘোষ। দলে আসতে সময় লাগল ১৩ মাস। অবশেষে পদ্মশিবিরের সেনানি হিসেবে নিজের নাম নথিভুক্ত করালেন ভারতী ঘোষ। সোমবার দিল্লিতে ভারতীয় জনতা পার্টির সদর দফতরে মুকুল রায়ের হাত ধরেই বিজেপি-তে যোগ দিলেন প্রাক্তন আইপিএস ভারতী ঘোষ।
IPS Bharati Ghosh to join BJP: report: https://t.co/TJnCEmHVgt via @YouTube
— Zee24Ghanta (@Zee24Ghanta) December 31, 2017
সামনেই লোকসভা ভোট। তার আগে শাসক দলে যোগ। স্বাভাবিকভাবেই ওয়াকিফহাল মহলে জল্পনা তৈরি হয়েছে, আসন্ন লোকসভা ভোটে হয়ত জঙ্গলমহল থেকেই ভোটে লড়বেন তিনি। যদিও ভারতী ঘোষ এই প্রশ্নে কোনও সদুত্তর দেননি। তাঁর উত্তর, “আমি এই জন্য পার্টিতে আসিনি। এটা একেবারেই পার্টির বিচারাধীন বিষয়। আমি মানুষের সঙ্গে মিলেমিশে কাজ করতেই এসেছি। এতদিন যা করে এসেছি সেটাই করব।”