পরীক্ষা কেন্দ্রেই সন্তানের জন্ম দিলেন পরীক্ষার্থী মা

ক্লাস টুয়েলভের পরীক্ষা চলছিল। পরীক্ষা দিতে গিয়েছিলেন মানসী দেবীও। হঠাত্ই পরীক্ষা দিতে দিতে অস্বস্তি বোধ করতে থাকেন অন্তঃসত্ত্বা মানসী। তার কিছুক্ষণ পরই পরীক্ষা কেন্দ্রেই সন্তানের জন্ম দেন তিনি।

Updated By: Feb 28, 2014, 06:57 PM IST

ক্লাস টুয়েলভের পরীক্ষা চলছিল। পরীক্ষা দিতে গিয়েছিলেন মানসী দেবীও। হঠাত্ই পরীক্ষা দিতে দিতে অস্বস্তি বোধ করতে থাকেন অন্তঃসত্ত্বা মানসী। তার কিছুক্ষণ পরই পরীক্ষা কেন্দ্রেই সন্তানের জন্ম দেন তিনি।

বছর কুড়ির মানসী দেবী বিহারের সরন জেলার বাসিন্দা। যেই কলেজে পরীক্ষার সিট পড়েছিল সেই কলেজ সূত্রে জানা গিয়েছে অ্যাম্বুলেন্স আসার আগেই সন্তানের জন্ম দেন মানসী। পরে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। মা এবং সন্তান দুজনেই ভাল আছেন বলে জানা গিয়েছে হাসপতাল সূত্রে।

গত সপ্তাহ থেকে শুরু হয়েছে বিহারের দ্বাদশ শ্রেণির পরীক্ষা। মোট ৮৮২টি কেন্দ্রে চলছে পরীক্ষা গ্রহণ। এই বছর মোট ৯ লক্ষ ৮১ হাজার ৭৭৮ জন পরীক্ষার্থী পরীক্ষায় বসেছে। এর মধ্যে ৪ লক্ষ ১০ হাজার ৬৬২ জন মহিলা। বিহারের ইতিহাসে এই প্রথম এতজন মহিলা পরীক্ষার্থী এক বছরে পরীক্ষায় বসছেন।

গত বছর এপ্রিল মাসে ঠিক এভাবেই উত্তর প্রদেশের আজমগড়ে পরীক্ষা কেন্দ্রে সন্তানের জন্ম দিয়েছিলেন পুনম সাহনি।

.