বিরল ঘটনার সাক্ষী মধ্যপ্রদেশ, এক সঙ্গে ১০টি মৃত সন্তান প্রসব করলেন এক মহিলা
একটি অতন্ত্য বিরল ঘটনার সাক্ষী থাকলো মধ্যপ্রদেশ। সাতনা জেলার কোটি গ্রামে ২৮ বছরের এক মহিলা একসঙ্গে ১০টি সন্তান প্রসব করলেন। কিন্তু দুর্ভাগ্যবশত প্রত্যেকটি সন্তানি মৃত।
একটি অতন্ত্য বিরল ঘটনার সাক্ষী থাকলো মধ্যপ্রদেশ। সাতনা জেলার কোটি গ্রামে ২৮ বছরের এক মহিলা একসঙ্গে ১০টি সন্তান প্রসব করলেন। কিন্তু দুর্ভাগ্যবশত প্রত্যেকটি সন্তানি মৃত।
গর্ভবতী অঞ্জু কুশওয়াহাকে রেওয়া জেলার সঞ্জয় গান্ধী মেমোরিয়াল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে একসঙ্গে পরপর ৯টি মৃত শিশু প্রসব করেন তিনি।
বিরল এই ঘটনার পর একটি মেডিক্যাল টিম অঞ্জুকে পরীক্ষা করতে আসেন। এই সময় তাঁরা অঞ্জুর গর্ভে আর একটি ভ্রূণের সন্ধান পান। সোমবার সকালে মৃত অবস্থাতেই এই সন্তানটিকেও প্রসব করেন অঞ্জু।
বিশেষজ্ঞ ডাক্তাররা জানিয়েছেন এই বিরল অবস্থাকে `হাইপার স্টিমুলেশন সিনড্রোম` বলা হয়। গর্ভধারণের সহায়ক কিছু ওষুধের অনিয়ন্ত্রিত ব্যবহারের ফলে ডিম্বাশয় একসঙ্গে বহু ডিম্ব থলি উৎপন্ন করে।
ডাক্তাররা জানিয়েছেন অঞ্জু কুশওয়াহা এখন সুস্থ আছেন।