পরম ভক্তিতে ক্যাঙারু হলেন 'দেবতা'
সংবাদদাতা : মন্দিরের বাইরে রয়েছে ‘ডাস্টবিন’। কিন্তু, দেখতে তাকে ক্যাঙারুর মত। আর তাই সেই ডাস্টবিন-কে ঈশ্বরজ্ঞানে পুজো করলেন কয়েকজন মহিলা। আর সেই ভিডিও প্রকাশ্যে আসতেই তা ভাইরাল হয়ে যায়।
আরও পড়ুন : হুড়মুড়িয়ে ভেঙে পড়ল লোহার সেতু, দেখুন ভিডিও
ঘটনাস্থল বিহার। ছট পুজোর দিন সেখানকার একটি মন্দিরের বাইরে ‘ক্যাঙ্গারুর মত’ দেখতে ডাস্টবিন দেখা যায়। ডাস্টবিন দেখার পরই তার মাথায় জল ঢালতে শুরু করেন বেশ কয়েকজন। শুধু তাই নয়, ক্যাঙ্গারুর মত দেখতে ওই ডাস্টবিন-এর মাথায় জল ঢালার পর, প্রণামী বাক্স মনে করে, সেখানে টাকাও ফেলতে শুরু করেন ওই মহিলারা। আর ওই ভিডিও প্রকাশ পেতেই তা ভাইরাল হয়ে যায়।
আরও পড়ুন : গুরুগ্রামে দুষ্কৃতীদের তাণ্ডব, ঝাঁকে ঝাঁকে উড়ে এল গুলি
ওই ফুটেজের সত্যতা যাচাই করেনি ২৪ ঘণ্টা ডট কম। তবে ওই ভিডিও ভাইরাল হওয়ার পর নেটিজেনদের তোপের মুখে পড়েন সংশ্লিষ্ঠ কয়েকজন। তাঁদের উদ্দেশ্য করে বেশ কিছু কমেন্টও পড়তে শুরু করে।
দেখুন সেই ভিডিও..
This is a scene outside a temple in Bihar when a dustbin was kept for the first time. #viaWA pic.twitter.com/zUUOOSaUTg
— Aditii (@Sassy_Soul_) October 28, 2017
Poor, uneducated & innocent ppl not aware of dustbins in fancy shapes. Being in front of temple thought it to be devotional. Don't laugh at.
— Casual (@mehulvm) October 29, 2017
Lack of education or they are totally unaware thats it.
— vicky jain (@jainvki) October 28, 2017