সংসদে ধর্মীয় স্লোগানের অনুমতি দেব না, সাফ জানালেন লোকসভার স্পিকার

মঙ্গলবার সংসদে কয়েকজন সংসদের শপথগ্রহণ অনুষ্ঠানে জয় শ্রীরাম, আল্লাহু আকবর, ইনকিলাব জিন্দাবাদ ধ্বনিতে তোলপাড় হয়ে ওঠে সংসদ

Updated By: Jun 20, 2019, 05:02 PM IST
সংসদে ধর্মীয় স্লোগানের অনুমতি দেব না, সাফ জানালেন লোকসভার স্পিকার

নিজস্ব প্রতিবেদন: সংসদে ধর্মীয় স্লোগান নিয়ে তত্পর লোকসভার স্পিকার ওম বিড়লা। ভবিষ্যতে ধর্মীয় স্লোগান দিয়ে সভার কাজকর্ম কোনও ভাবেই বাধা দেওয়া যাবে না। সংসদে এই জিনিস চলতে দেওয়া হবে না। জানিয়েছেন স্পিকার ওম বিড়লা।

আরও পড়ুন-ভাটপাড়ায় সংসদীয় দল পাঠাচ্ছে বিজেপি, রিপোর্ট জমা পড়বে অমিত শাহ-র কাছে

সংবাদমাধ্যম সূত্রে খবর, লোকসভার স্পিকারের বুধবার বলেন, ‘সংসদ স্লোগান দেওয়ার জায়গা নয়। ওয়েলে নেমে এসে প্লাকার্ড তুলে বিক্ষোভ দেখানোর স্থানও নয়। এর জন্য রাস্তা রয়েছে। এ জিনিস চলতে পারে না।’

উল্লেখ্য, মঙ্গলবার সংসদে কয়েকজন সংসদের শপথগ্রহণ অনুষ্ঠানে জয় শ্রীরাম, আল্লাহু আকবর, ইনকিলাব জিন্দাবাদ ধ্বনিতে তোলপাড় হয়ে ওঠে সংসদ। এআইমিম প্রধান আসাদউদ্দিন ওয়েসি শপথ নেওয়ার সময় ধ্বনি ওঠে জয় শ্রীরাম, ভারত মাতা কী জয়। পাল্টা জয় হিন্দ স্লোগান দেন ওয়েসিও।

স্পিকার বলেন, জানি না ফের সংসদে স্লোগান উঠবে কিনা। তবে নিয়ম অনুযায়ী সংসদ পরিচালনা করা হবে। জয় শ্রীরাম, জয় ভারত, বন্দে মাতরম স্লোগান নিয়ে সিদ্ধান্ত নেবেন স্পিকার।

আরও পড়ুন-নন্দীগ্রামের ধাঁচে এবার আন্দোলন হবে ভাটপাড়ায়, কাল থানা ঘেরাও, হুমকি অর্জুনের

লোকসভায় ধর্মীয় স্লোগান নিয়ে কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী বলেন, এটি বহুদলীয় গণতন্ত্রের চরিত্র নয়। সংসদ গণতন্ত্রের মন্দির। সব দলের নেতাদের কাছেই অনুরোধ সংসদের নিয়ম মেনে চলুন।

.