কোমর কষে কুস্তির ময়দানে রামদেব
গরুর দুধ আর শুদ্ধ দেশি ঘি। দুইয়ের বলে বলীয়ান যোগগুরু নেমে পড়লেন কুস্তির আখড়ায়। উদ্দেশ্য, কুস্তিগীরদের উত্সাহিত করা। একসময় ধর্নাস্থল থেকে তাঁকে যেভাবে হাইজ্যাক করে তুলে নিয়ে গিয়েছিল পুলিস, এদিন রামদেবকে দেখলে কি সেই সাহস হত!!!
![কোমর কষে কুস্তির ময়দানে রামদেব কোমর কষে কুস্তির ময়দানে রামদেব](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2015/01/06/33351-ramdev.jpg)
ব্যুরো: গরুর দুধ আর শুদ্ধ দেশি ঘি। দুইয়ের বলে বলীয়ান যোগগুরু নেমে পড়লেন কুস্তির আখড়ায়। উদ্দেশ্য, কুস্তিগীরদের উত্সাহিত করা। একসময় ধর্নাস্থল থেকে তাঁকে যেভাবে হাইজ্যাক করে তুলে নিয়ে গিয়েছিল পুলিস, এদিন রামদেবকে দেখলে কি সেই সাহস হত!!!
একেবারে কোমর কষে কুস্তির ময়দানে যোগগুরু।
উপলক্ষ্য ছিল, উত্তরাখণ্ডের হরিদ্বারে তাঁর আশ্রমের প্রতিষ্ঠাদিবস পালন। সেখানে যোগগুরু রামদেবের টক্কর চলল পেশাদার কুস্তিগীরদের সঙ্গেও। যাদের মধ্যে ছিলেন অলিম্পিকে মেডেলজয়ী কুস্তিগীর সুশীল কুমার পর্যন্ত।