টিকা নেওয়ার পর করোনায় আক্রান্ত যোগী আদিত্যনাথ
আপাতত ঘরবন্দি হয়ে প্রশাসনিক কাজ সামলাচ্ছেন তিনি।
![টিকা নেওয়ার পর করোনায় আক্রান্ত যোগী আদিত্যনাথ টিকা নেওয়ার পর করোনায় আক্রান্ত যোগী আদিত্যনাথ](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2021/04/14/316225-yogi-adityanath-1-1.jpg)
নিজস্ব প্রতিবেদন: করোনায় আক্রান্ত উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। সপ্তাহখানেক আগেই নিয়েছিলেন করোনাভাইরাস টিকার প্রথম ডোজ। আপাতত ঘরবন্দি হয়ে প্রশাসনিক কাজ সামলাচ্ছেন তিনি।
উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীর কার্যালয়ে আরও বেশ কয়েকজন করোনায় আক্রান্ত বলে জানা যাচ্ছে। মুখ্যমন্ত্রী টুইট করে জানিয়েছেন, কার্যালয়ে বেশ কয়েকজন করোনা আক্রান্ত হয়েছিলেন। তাদের সংস্পর্শে এসেই করোনায় আক্রান্ত হয়েছেন বলে মনে করছেন তিনি। সাবধানতা অবলম্বন করতে নিভৃতবাসে যাচ্ছেন তিনি। ভার্চুয়ালি যাবতীয় কাজকর্ম করছে ঘরে বসেই।
शुरुआती लक्षण दिखने पर मैंने कोविड की जांच कराई और मेरी रिपोर्ट पॉजिटिव आई है।
मैं सेल्फ आइसोलेशन में हूं और चिकित्सकों के परामर्श का पूर्णतः पालन कर रहा हूं। सभी कार्य वर्चुअली संपादित कर रहा हूं।
— Yogi Adityanath (@myogiadityanath) April 14, 2021
গত ৫ এপ্রিল লখনউয়ে করোনাভাইরাস টিকার প্রথম ডোজ নিয়েছিলেন যোগী আদিত্যনাথ। জানা গিয়েছে, তিনি ভারত বায়োটেকের কোভ্যাক্সিন নিয়েছিলেন।