পরিবহন শিল্পে কর্মদক্ষতার স্বীকৃতি

পরিবহন শিল্পের সঙ্গে জড়িত বিভিন্ন ব্যক্তিদের কর্মদক্ষতার স্বীকৃতি দিল জি নিউজ ও মাহিন্দ্রা নেভিস্টার। এই শিল্পে বিশেষ অবদান রেখেছেন, ৩০ জনেরও বেশি এমন ব্যক্তিকে পুরস্কার দেওয়া হয়।

Updated By: Dec 20, 2011, 09:15 AM IST

পরিবহন শিল্পের সঙ্গে জড়িত বিভিন্ন ব্যক্তিদের কর্মদক্ষতার স্বীকৃতি দিল জি নিউজ ও মাহিন্দ্রা নেভিস্টার। এই শিল্পে বিশেষ অবদান রেখেছেন, ৩০ জনেরও বেশি এমন ব্যক্তিকে পুরস্কার দেওয়া হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ভারী শিল্পমন্ত্রী প্রফুল প্যাটেল, জি নিউজের সিইও বরুণ দাস ও মাহিন্দ্রা নেভিস্টারের চেয়ারম্যান আনন্দ মাহিন্দ্রা। এই সম্মান সেইসমস্ত ব্যক্তিদের জন্য, যাঁদের পরিশ্রমের ফলেই দেশজুড়ে সচল রয়েছে পরিবহন শিল্প। এই শিল্পে যাঁরা বিশেষ অবদান রেখেছেন, তাঁদের সম্মানিত করতে হাত মিলিয়েছে জি নিউজ ও মাহিন্দ্রা নেভিস্টার। ট্রাক চালক, ট্রাক মালিক থেকে শুরু করে ফাইনান্সার, ধাবা মালিক ও স্বেচ্ছাসেবী সংস্থা - মোট পাঁচটি বিভাগে তিরিশ জনের বেশি ব্যক্তিকে পুরস্কার দেওয়া হয়েছে। অভিনব এই উদ্যোগের প্রশংসা করেছেন কেন্দ্রীয় ভারী শিল্পমন্ত্রী প্রফুল প্যাটেল।

ট্রান্সপোর্ট পার্সোনালিটি অব দ্য ইয়ার সম্মান পেয়েছেন নীতীশ আগরওয়াল। কর্মদক্ষতাকে সম্মানিত করার এই উদ্যোগের প্রশংসা করেছেন কেন্দ্রীয় ভারী শিল্পসচিব। আয়োজকদের তরফে মাহিন্দ্রা নেভিস্টারের চেয়ারম্যান আনন্দ মাহিন্দ্রা প্রতি বছর পরিবহন শিল্পের জন্য এই পুরস্কার দেওয়ার কথা বলেন। অনুষ্ঠানে জি নিউজের সিইও বরুণ দাস সকল পুরস্কার প্রাপককে ধন্যবাদ জানান।

.