রাজ্য জুড়ে চলছে বামেদের ধর্মঘট, তৎপর প্রশাসন

Feb 12, 2021, 08:43 AM IST
1/20

নিজস্ব প্রতিবেদন: আজ রাজ্য জুড়ে বামেদের ডাকে চলছে ১২ ঘণ্টার বনধ। বামেদের নবান্ন অভিযানে পুলিশের বিরুদ্ধে নির্যাতনের অভিযোগে এ সকাল ৬টা থেকে শুরু হয়েছে বনধ। এই ধর্মঘটকে সমর্থন জানিয়েছে কংগ্রেস ও আব্বাস সিদ্দিকির দল 

2/20

কলকাতায় সকাল থেকে তেমন কোনও প্রভাব পড়েনি। বাস চলাচল স্বাভাবিক সকাল থেকে। তবে মোতায়েন রয়েছে প্রচুর পুলিস।

3/20

পুলিসি নিরাপত্তা রাজ্যের বিভিন্ন অঞ্চলে। ট্রেন চলাচল স্বাভাবিক থাকলেও ডোমজুড় ও চুচূড়ায় রেল অবরোধের খবর পাওয়া গিয়েছে। 

4/20

খড়গপুর,ঘাটালে সকাল থেকে রাস্তা আটকে ধর্মঘট পালন করছে বাম সমর্থকরা। 

5/20

তবে শিয়ালদহ শাখা থেকে সময়মতো চলছে দূরপাল্লার ট্রেন, শহরতলির ট্রেন পরিষেবাও স্বাভাবিক।  তবে ডানকুনি শাখায় ৬.৫৩র শিয়ালদহগামী ট্রেনকে আটকে দেওয়া হয়। আধ ঘণ্টার ব্যবধানে এরপর স্বাভাবিক হয়ে যায়।

6/20

উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জের সুকান্ত মোড়ে ১০-এ রাজ্য সড়ক অবরোধ করেন বাম কর্মী, সমর্থকরা।

7/20

বীরভূমের রামপুরহাট বাসস্ট্যান্ড চত্বরে বাম ও কংগ্রেসের বিক্ষোভ মিছিল দেখা যায়। 

8/20

সবচেয়ে মজার ছবি ধরা পড়েছে উত্তরপাড়ার জিটি রোডের ধাড়সা মোড়ে, সেখানে বনধ সমর্থকদের রাস্তায় ফুটবল খেলতে দেখা গেল। সকাল সাড়ে ৬টা থেকে পথ অবরোধ শুরু হয়। 

9/20

কোচবিহার শহরের কেশব রোডে সকালে টায়ার জ্বালিয়ে চলে যান বাম সমর্থকরা।

10/20

প্রসঙ্গত, বামেদের বনধের মাঝেই আজ খুলছে রাজ্যের স্কুল। 

11/20

আজ অফিসে আসতেই হবে সরকারি কর্মীদের, নির্দিষ্ট কারণ ছাড়া নেওয়া যাবে না ছুটি, অফিসে না এলে চাকরি জীবনের একদিনের ছেদ, বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছে নবান্ন।  

12/20

অন্যদিকে ডোমজুড়ে  হাওড়া-আমতা রোডে রাস্তা আটকে  ফুটবল খেলতে দেখা গেল বাম কর্মী, সমর্থকদের।

13/20

ক্যানিং হাসপাতাল মোড়ে রাস্তায় ক্যারম বোর্ড পেতে খেলতে শুরু করেন ধর্মঘট সমর্থকদের। 

14/20

15/20

16/20

17/20

18/20

19/20

20/20