1/9
প্রাচীন চা বাগান
2/9
সেলিম হিল চা বাগান
photos
TRENDING NOW
3/9
করোনার মার
বহুবার তারা চেষ্টা করেছে ঘুরে দাঁড়াতে। নানা পরিকল্পনা করেছে। কিন্তু ঘুরে দাঁড়াতে পারেনি শেষমেশ। অবশেষে তাদের সমস্ত নতুন পরিকল্পনায় জল ঢালল করোনা। ২০২০ সালে কোভিড-১৯ সংক্রমণের জেরে তারা তাদের ফার্স্ট ফ্লাশ ও সেকেন্ড ফ্লাশ কোনওটিরই রফতানি করতে পারল না। অথচ এই দুটি রফতানি থেকেই লাভ বিপুল। বাগান প্রায় বিক্রি করে দেওয়ার উপক্রম হয়েছিল।
4/9
ম্যাজিক
5/9
স্মৃতিটুকু থাক
6/9
তিন ইয়ারি কথা
7/9
দার্জিলিং চা
8/9
কিংবদন্তি রাজা
9/9
ঘুরে দাঁড়ানো
আস্তে আস্তে ধুঁকতে থাকা ঝুঁকে-পড়া অবস্থা থেকে উঠে দাঁড়াল চা সেলিম হিল বাগান। সেখানে বইল খুশির হাওয়া। শুধু তো চা-চাষই নয়, সেখানে থাকেন অনেক স্থানীয় মানুষ। তাঁদের মধ্যে জনাতিনশোই কাজ করেন সেলিম হিল চা-বাগানে। এই সেলিম হিল তো প্রাকৃতিক সম্পদেও পূর্ণ। জীববৈচিত্র্যে ভরপুর এই স্থান স্থানীয় সাংস্কৃতিক উত্থানের জন্য শক্ত মাটি জোগায় বইকি!
photos