Terrible Road accident: ভরা রাস্তায় উল্টে গেল বেপরোয়া ট্রাক! মুহূর্তে পিষে গেল ২ তরুণী...

Hinjawadi-Maan Road accident: নিয়ন্ত্রণ হারিয়ে সিমেন্ট ট্রাক উল্টে গেল দুই ছাত্রীর ঘাড়ে। মর্মান্তিক সিসিটিভি ফুটেজে দেখলে গা শিউড়ে উঠবে।

Jan 25, 2025, 16:12 PM IST
1/6

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: মর্মান্তিক দুর্ঘটনা। স্কুটি করে যাচ্ছিলেন দুই ছাত্রী। আচমকাই একটি সিমেন্ট মিক্সার ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। উল্টে গিয়ে এক্কেবারে তাদের উপর পড়ে যায়। ঘটনাস্থলেই তারা মারা যায়।

2/6

মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে, পুনেতে। নিহতরা দুজনেই ২১ বছর বয়সী। একজন প্রাঞ্জলি যাদব এবং অন্যজন আশলেশা গাওয়ান্দে। জানা যায়, শুক্রবার তারা দুজন স্কুটি করে দুপুর ৩.৪৫ নাগাদ হিঞ্জেওয়াড়ির দিকে যাচ্ছিলেন৷

3/6

পুলিস সূত্রে জানা গিয়েছে, ট্রাকটি দ্রুত গতিতে আসছিল। বাঁদিকে ঘুরতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে চালক। ট্রাকটি সাখর পাতিল চকে উল্টে যায়।

4/6

ওই সময় চৌরাস্তার মধ্যে দিয়ে দুজন ছাত্রী যাচ্ছিলেন। তাদের উপর ট্রাকটি উল্টে পড়ে। ট্রাকের নিচে পিষে তারা মারা যান।  

5/6

মর্মান্তিক পুরো ঘটনাটি সিসিটিভি ফুটেজে ধরা পড়েছে। সিসিটিভি ফুটেজে দেখা যায় ট্রাকটি উল্টে যাওয়ার পর তার ঠিক সামনে অন্য একজন তার বাইক থেমে নেমে পালিয়ে যায়। Pune: Two Women Killed as Mixer Truck Overturns on Hinjawadi-Maan Road Hinjawadi, January 24, 2025: A tragic accident on the Hinjawadi-Maan Road claimed the lives of two women when a mixer truck overturned and fell onto their two-wheeler. It is initially suspected that both the… pic.twitter.com/85EgeF8dU6 — Pune Pulse (@pulse_pune) January 24, 2025

6/6

দুর্ঘটনার খবর পেয়ে পুলিস ঘটনাস্থলে গিয়ে ক্রেনের সাহায্যে উল্টে যাওয়া ট্রাকটি তোলে। চালক অমল ওয়াঘমারেকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে অবহেলায় মৃত্যুর মামলা রুজু করা হয়েছে বলে জানিয়েছে পুলিস।