পেট থেকে বেরল ২০৫টি কুল-খেজুরের বীজ, নাটবল্টু

Aug 25, 2018, 18:51 PM IST
1/9

পেট কাটতেই চক্ষু ছানাবড়া হয়ে গেল চিকিত্সকদের।

2/9

অস্ত্রোপচার করে ৪ বছরের জীবন রুইদাসের পেট থেকে বেরল ২০৩টি কুলের বীজ, ১টি খেজুর বীজ ও ১টি নাটবল্টু।

3/9

হুগলীর গোঘাটে শ্যামবাজার গ্রামে বাড়ি জীবন রুইদাসের।

4/9

প্রায় ১ বছর ধরে পেটে ব্যথায় ভুগছিল সে।

5/9

চিকিত্সকের পরামর্শ অনুযায়ী ১২ দিন আগে তাকে বর্ধমান মেডিক্যাল ভর্তি করা হয়। পরীক্ষা-নিরীক্ষার পর অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেন চিকিত্সকরা।

6/9

শনিবার চিকিত্সক নরেন মুখোপাধ্যায়ের নেতৃত্বে ৮ জনের একটি টিম অস্ত্রোপচার করেন।

7/9

চিকিত্সকরা জানিয়েছেন, রুইদাস ত্রাইকোবেজো নামে একটি বিরল মানসিক রোগের শিকার।

8/9

এই রোগের ফলে অখাদ্য কুখাদ্য খাবার প্রবণতা বাড়ে।

9/9

অস্ত্রোপচারের পর সুস্থ আছে রুইদাস।