১০০ টাকার তেল কিনলে ফেরত্ পাবেন ৪০ টাকা ৭৫ পয়সা! ইনস্টল করুন এই অ্যাপ

Oct 09, 2018, 15:57 PM IST
1/11

এই অ্যাপের  মাধমে ১০০ টাকার পেট্রোল কিনলে ৪০ টাকা ৭৫ পয়সা  ফেরত্ পাবেন গ্রাহক। যা আসছে সরাসরি ক্রেতার মোবাইল ওয়ালেটে।

2/11

এই অ্যাপের  মাধমে ১০০ টাকার পেট্রোল কিনলে ৪০ টাকা ৭৫ পয়সা  ফেরত্ পাবেন গ্রাহক। যা আসছে সরাসরি ক্রেতার মোবাইল ওয়ালেটে।

3/11

লিটার প্রতি পেট্রোলের দাম এখন ৮৬ টাকা ছাড়িয়েছে। এই  অবস্থায় কম দামে তেল পেয়ে সোনার চামচ হাতে পাচ্ছেন সাধারণ মানুষ।

4/11

ফোন পে অ্যাপ ব্যবহার করে এক লিটার পেট্রোলের দাম দাঁড়াচ্ছে প্রায় ৫৫ টাকা।

5/11

ফোন পে অ্যাপ ব্যবহার করে তেল ভরতে  সকাল থেকেই লাইন পড়ছে ইন্ডিয়ান অয়েলের তারকেশ্বর পাম্পে।

6/11

 এই সুবিধা পাওয়া যাচ্ছে হুগলির বেশ কয়েকটি ইন্ডিয়ান অয়েল পেট্রল পাম্পে।

7/11

দিনে একবারই নুন্যতম ১০০ টাকা খরচ করে ফেরত্  আসবে ৪০ টাকা ৭৫ পয়সা ।

8/11

এই অ্যাপটি গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করে  ইনস্টল করা যাবে যে কোনো এন্ড্রয়েড মোবাইলে।

9/11

শেয়ার করেও অ্যাপ টি ব্যবহার করতে পারবেন। যিনি শেয়ার করবেন তিনি পেয়ে যাবেন ১০০ টাকার  গিফট ভাউচার। যেটা দিয়ে কেনা যাবে পেট্রোল।

10/11

অ্যাপ টি ব্যবহারের শুরুতেই প্রথম ট্রানজাকশনে মিলবে ১০০ টাকার গিফট ভাউচার।

11/11

পুজোর আগে ট্যাঙ্ক ভর্তি করতে ব্যস্ত আম জনতা।তাই তারকেশ্বরের এই পেট্রল পাম্পে ভিড় সামলাতে হিমশিম খাচ্ছেন পাম্প কর্মীরা।