ছবিতে দেখুন, বীরভূমের সতীপীঠ কঙ্কালীতলায় ৫১ কুমারীর পুজো
Oct 18, 2021, 12:32 PM IST
1/8
নিজস্ব প্রতিবেদন : গত বছর না হলেও এবার আবার সতীপীঠ কঙ্কালীতলায় ৫১ কুমারীর পুজো অনুষ্ঠিত হল।
2/8
ত্রয়োদশীর দিন বীরভূমের কঙ্কালীতলা সতীপীঠে ৫ থেকে ১২ বছর বয়সী ৫১ জন কুমারীকে দেবী রূপে পুজো করা হয়।
photos
TRENDING NOW
3/8
কথিত আছে, কঙ্কালীতলা পঞ্চায়েতের অন্তর্গত কাপাসটিকুড়ি গ্রামের বাসিন্দা বুদ্ধদেব চট্টোপাধ্যায় মা কঙ্কালীর স্বপ্নাদেশ পান।
4/8
মা কঙ্কালীর স্বপ্নাদেশ পেয়েই ত্রয়োদশীর দিন এই পুজো শুরু করেন। তারপর থেকে চলে আসছে এই ৫১ কুমারীর পুজো।
5/8
সতীর শরীরের ৫১টি খণ্ড হয়েছিল। সেই ৫১টি খণ্ডকে সংকল্পের মাধ্যমে ঘট স্থাপন করা হয়।
6/8
তারপর যজ্ঞের মধ্য দিয়ে কুমারীদের পুজো করা হয়। উল্লেখ্য গত বছর করোনার কারণে শুধু ঘট প্রতিস্থাপন করে, মাত্র একজন কুমারীকে প্রতীকী রূপে পূজা করা হয়েছিল।
7/8
তবে এবার আবার ৫১ কুমারীর পুজো হল। কঙ্কালীতলায় এই কুমারী পুজো দেখতে ভিড় জমান বহু মানুষ।
8/8
শুধুমাত্র বীরভূম জেলা নয়, আশপাশের বিভিন্ন জায়গা থেকে বহু মানুষ এদিন কঙ্কালীতলায় আসনে মনস্কামনা পূরণের আশায়।