দেশবাসীকে 'স্বপ্ন' দেখতে উত্সাহ জুগিয়েছিলেন যিনি, আজ সেই 'মিসাইল ম্যান' এর জন্মদিন

| Oct 15, 2018, 13:28 PM IST
1/8

আজ সেই 'মিসাইল ম্যান' এর জন্মদিন

1

আভুল পাকির জইনালুব্দিন আব্দুল কালাম তাঁর পুরো নাম। আমরা চিনি এপিজে আব্দুল কালাম হিসাবে। তামিলনাড়ুর রামেশ্বরমে জন্মেছিলেন ১৯৩১ সালে। ২০০২-২০০৭ পর্যন্ত দেশের এগারোতম রাষ্ট্রপতি হিসাবে দায়িত্ব পালন করেছেন। স্বপ্ন তা নয় যা তুমি ঘুমিয়ে দেখো। স্বপ্ন সেটাই যা তোমাকে ঘুমোতে দেয় না। তিনিই শিখিয়েছিলেন দেশবাসীকে এমন মন্ত্র। আজ সেই আব্দুল কালামের ৮৭তম জন্মদিন। এমন দিনে তাঁর সম্পর্কে জেনে নেব কিছু অজানা তথ্য। 

2/8

আজ সেই 'মিসাইল ম্যান' এর জন্মদিন

2

দেশের একমাত্র অবিবাহিত ও নিরামিশাষী রাষ্ট্রপতি তিনি। 

3/8

আজ সেই 'মিসাইল ম্যান' এর জন্মদিন

3

দেশের ও দেশের বাইরের ৪৮টা বিশ্ববিদ্যালয় তাঁকে সাম্মানিক ডক্টরেট প্রদান করেছিল।

4/8

আজ সেই 'মিসাইল ম্যান' এর জন্মদিন

4

অগ্নি ও পৃথ্বী মিসাইল উত্ক্ষেপনে তাঁর অবদান ছিল সব থেকে বেশি। আমরা তো তাঁকে মিসাইল ম্যান হিসাবেই চিনি। 

5/8

আজ সেই 'মিসাইল ম্যান' এর জন্মদিন

5

পদ্মভূষণ, পদ্মবিভূষণ ও ভারতরত্ন পুরস্কার পেয়েছেন তিনি। 

6/8

আজ সেই 'মিসাইল ম্যান' এর জন্মদিন

6

সাত বছর ধরে (১৯৯২-৯৯) প্রধানমন্ত্রীর চিফ সাইন্টিফিক অ্যাডভাইজার ছিলেন কালাম। 

7/8

আজ সেই 'মিসাইল ম্যান' এর জন্মদিন

7

তাঁর আত্মজীবনী উইঙ্গস অফ ফায়ার প্রথমে ইংরাজিতে প্রকাশিত হয়েছিল। এর পর ১৩টা ভাষায় অনুবাদ করা হয়। ফ্রেঞ্চ ও চাইনিজ ভাষাতেও আত্মপ্রকাশ করেছিল সেই বই। তাঁর জীবন ও কাজ নিয়ে আরও ছটা আত্মজীবনী রয়েছে।

8/8

আজ সেই 'মিসাইল ম্যান' এর জন্মদিন

8

২৭ জুলাই, ২০১৫ তে শিলংয়ে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট-এ বক্তৃতা দেওয়ার সময়ই হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান কালাম।