ICC Champions Trophy 2025: চ্যাম্পিয়ন্স ট্রফির আগে বিরাট ধাক্কা, ভারত-বাংলাদেশের জোড়া নক্ষত্রের আচমকাই অবসর!

ICC Champions Trophy 2025: চ্যাম্পিয়ন্স ট্রফি শুরুর আগেই বিরাট ধাক্কা খেল ভারত-বাংলাদেশ! দুই দেশের দুই জোড়া নক্ষত্র নিয়ে ফেললেন অবসরের সিদ্ধান্ত।

Jan 11, 2025, 14:18 PM IST
1/6

আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি

ICC Champions Trophy 2025

১৯ ফেব্রুয়ারি থেকে ০৯ মার্চ পর্যন্ত পাকিস্তান-দুবাই একসঙ্গে আয়োজন করছে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি (Champions Trophy 2025)। পাকিস্তানে ৫০ ওভারের আইসিসি-র টুর্নামেন্ট শেষবার হয়েছিল ২০১৭ সালে। সেবার চ্যাম্পিয়ন হয়েছিল পাকিস্তান। চার বছর অন্তর এই টুর্নামেন্ট অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও, ৮ বছর পর আইসিসি-র (ICC) পরিচালনায় ফিরছে এই মেগা টুর্নামেন্ট। যা অনেকে মিনি বিশ্বকাপও বলে থাকেন। 

2/6

ভারত-বাংলাদেশের জোড়া নক্ষত্রের আচমকাই অবসর!

Sudden Retirement Of India-Bangladesh Pair Of Stars!

চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের দল কী হবে, তা নিয়ে জল্পনা চলছেই। এর মাঝেই অবসরের সিদ্ধান্ত ঘোষণা করে দিলেন একসময়ে দেশের দ্রুততম পেসার বরুণ অ্যারন। ভারতের পাশাপাশি বাংলাদেশ থেকেও চলে এসেছে অবসরের খবর। সেই দেশের প্রাক্তন অধিনায়ক তামিম ইকবাল আনুষ্ঠানিক ভাবে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা করলেন। বরুণ এবং তামিম দু'জনেই সোশ্যাল মিডিয়ায় আবেগি পোস্ট শেয়ারে অবসরের সিদ্ধান্ত জানিয়েছেন। 

3/6

আচমকাই বরুণের অবসর

Varun Aaron Retires

৩৫ বছরের বিহারি পেসার বরুণকে এক সময়ে দেশের দ্রুততম পেসার হিসেবে দেখা হচ্ছিল। অবলীলায় ঘণ্টায় ১৫০ কিলোমিটারের উপরে টানা বল করতে পারতেন। এমআরএফ পেস অ্যাকাডেমির ফসল বরুণ, ২০১০-১১ মরসুমে বিজয় হাজারে ট্রফিতে ১৫৩ কিমি প্রতি ঘণ্টায় বল করে চমকে দিয়েছিলেন। তবে তাঁর কেরিয়ার শেষ করে দিয়েছে চোট-আঘাতই। আন্তর্জাতিক কেরিয়ার বলতে ২০১১-২০১৫ সাল পর্যন্ত। সেই পাঁচ বছরে ভারতের হয়ে ৯টি টেস্ট (১৮ উইকেট) ও ৯টি ওডিআই (১১ উইকেট) খেলেছেন তিনি। ২০২৩-২৪ মরসুমে ঘরোয়া ক্রিকেটে ঘরোয়া ক্রিকেটে শেষবার লাল বলে খেলেছিলেন তিনি। ঝাড়খণ্ড গত সপ্তাহে বিজয় হাজারে ট্রফি থেকে বিদায় নেওয়ার সঙ্গেই বরুণ সাদা বলের ক্রিকেট থেকেও নিজেকে সরিয়ে নিলেন।   

4/6

এক্স হ্যান্ডেলে বরুণ অবসরের বিবৃতি দিয়েছেন

 Varun Aaron Announces Retirement

আবেগে ভেসে বরুণ লিখেছেন, 'বিগত ২০ বছর এই জোরে বোলিংয়েই আমি বেঁচেছি এবং নিঃশ্বাসও নিয়েছি। এভাবেই এগিয়ে গিয়েছি। তবে এবার আনুষ্ঠানিক ভাবে প্রতিযোগিতামূলক ক্রিকেট থেকে অবসর নিচ্ছি। ক্রিকেটকেই গোটা জীবন দিয়েছি। জীবনের ছোট ছোট আনন্দগুলো এবার উপভোগ করতে চাইব। ফাস্ট বোলিংই বরাবর আমার প্রথম প্রেম। তবে ক্রিকেটের সঙ্গে যুক্ত থাকব।' বরুণ আইপিএলে কলকাতা, দিল্লি, বেঙ্গালুরু ও গুজরাতের হয়েও প্রতিনিধিত্ব করেছেন।

5/6

তামিম ইকবাল আগেও অবসর নিয়েছিলেন

Tamim Iqbal Announces Retirement

২০২৩ সালে তামিম ইকবাল অবসরের ঘোষণা করেছিলেন, কিন্তু তার একদিন পরেই ইউ টার্ন নিয়ে তিনি ফিরে এসেছিলেন আন্তর্জাতিক ক্রিকেটে। তবে এবার চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে ফেললেন বাংলাদেশের স্টার। প্রথম বাংলাদেশি হিসেবে ৫০০০ ওডিআই রান করা তামিম অনেকদিনই আন্তর্জাতিক ক্রিকেটের বাইরে। ২০২০ সালে শেষবার টি-২০ আই খেলা ক্রিকেটার ২০২৩ সালের পর আর ওডিআই বা টেস্ট খেলেননি। যদিও তিনি বিপিএলে নিয়মিত।

6/6

ফিরে দেখা তামিমের কেরিয়ার

Tamim Iqbal Career Stats

চট্টগ্রামের ওপেনার তাঁর আন্তর্জাতিক কেরিয়ারে ৭০টি টেস্ট ৫১৩৪ রান করেছেন। রয়েছে ১০টি সেঞ্চুরি। ২৪৩টি একদিনের আন্তর্জাতিক ম্যাচে ৮,৩৫৭ রান করেছেন তিনি। রয়েছে ১৪টি সেঞ্চুরি।৭৮টি টি২০আই ম্যাচে ১৭৫৮ রান রয়েছে তাঁর।