Naihati Boro Maa: গানে গানে বিশ্ব জুড়ে বড় মা'র বন্দনা! শুনেছেন?

Naihati Boro Maa: ধর্ম যার যার বড়মা সবার। জেলা কেন, রাজ্যও এতো বড় মাপের কালী প্রতিমা নেই বলেই বড় মায়ের টানে দূরদূরান্ত থেকে ছুটে আসেন ভক্তরা। বড় মা'র উদ্দ্যেশেই প্রকাশিত হল এক ভক্তিমূলক গান। 

| Oct 30, 2024, 19:21 PM IST
1/7

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: দেশের গন্ডি পেরিয়ে বিদেশ থেকেও ভক্তরা নৈহাটির বড় মার টানে আসেন। তাঁরা পুজো দেন, মানত করেন। আর তাঁর কাছে মানত করে তার ফলও পান ভক্তদল-এমনই বিশ্বাস তাঁদের।   

2/7

সম্প্রতি প্রকাশিত হয় 'বড় মা'র এক ভক্তিমূলক গান, যা সঙ্গীতপ্রেমীদের হৃদয়ে এক বিশেষ স্থান দখল করে নিয়েছে। এই গানে বড় কালী মন্দির ও তার মহিমার প্রতি ভক্তি প্রকাশ করা হয়েছে। গানের মূল উদ্দেশ্য হল বড় মা-এর মাহাত্ম্যকে সুরের মাধ্যমে সারা পৃথিবীর মানুষের কাছে পৌঁছে দেওয়া।

3/7

এই গানটির গায়ক সুজয় ভৌমিক এবং গায়িকা পরমিতা তাদের কণ্ঠের মাধ্যমে গানটিতে এক অনন্য অনুভূতি এনেছেন। গানের সুর এবং কথার মধ্য দিয়ে মায়ের আকর্ষণকে প্রাণবন্ত করে তোলা হয়েছে। গানের কথা ও সুর দিয়েছেন মনোজিত গোস্বামী, যিনি নিজের ভক্তিভাব এবং সুরের ছোঁয়া দিয়ে গানটিতে ভক্তির গভীরতা প্রদান করেছেন।   

4/7

বাবু সোমের সঙ্গীত আয়োজন এই গানের আবেগকে আরও বাড়িয়ে তোলে। ভিডিও সম্পাদনা করেছেন মিল্টন, যার নিপুণ দক্ষতায় গানের ভিডিওটি দর্শকদের হৃদয়ে এক অন্য আবেগ সৃষ্টি করবে।

5/7

ভিডিওর কনসেপ্টটি কৌশল নাগ দ্বারা পরিকল্পিত, যেখানে অভিনেতা রতীশ কুমার রায় এবং শিশুশিল্পী এষাণী মুখার্জীর অভিনয় গানের ভাবনাটিকে দেখানো হয়েছে। তারা মায়ের প্রতি ভক্তির অনুভূতি ও ভক্তদের উচ্ছ্বাসকে সুন্দরভাবে ফুটিয়ে তুলেছে।  

6/7

এই গানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন নৈহাটির বড় কালী পুজোর ট্রাস্টের সদস্যরা, যেমন শ্রী অশোক চ্যাটার্জি (সভাপতি) এবং তপস ভট্টাচার্য (সচিব)।   

7/7

'বড় মা' গানটি প্রতিদিনের সেই হাজারো ভক্তের অনুভূতিকে তুলে ধরেছে, যারা বড় মায়ের টানে দূরদূরান্ত থেকে ছুটে আসেন। এটি শুধু একটি গান নয়, বরং মায়ের প্রতি ভক্তির নিবেদন।