Durga Puja 2023: দান্তাওরাং, দান্তাবেরাং! ২৫০ বছর ধরে পুজো শিলাদুর্গার...
Durga Puja by Dhimal People: প্রকৃতিই দেবী-- এই ধারণাকে সম্বল করেই ২৫০ বছর ধরে শিলারূপী দুর্গা পূজিতা হয়ে আসছেন এখানে। এখানে মানে, নকশালবাড়িতে। ঐতিহাসিক নকশালবাড়ির ধিমাল জনজাতির পুজো এটি।
নারায়ণ সিংহরায়: প্রকৃতিই দেবী-- এই ধারণাকে সম্বল করেই ২৫০ বছর ধরে শিলারূপী দুর্গা পূজিতা হয়ে আসছেন এখানে। এখানে মানে, নকশালবাড়িতে। ঐতিহাসিক নকশালবাড়ির ধিমাল জনজাতির পুজো এটি। নকশালবাড়ির ধিমাল বস্তি মানেই শিলারূপী দুর্গাপুজো। দুটি শিলা-- একটির নাম দান্তাওরাং, অন্যটির নাম দান্তাবেরাং। এখানে শতাধিক বছর ধরে দুটি শিলা পাশাপাশি রাখা। বলা হচ্ছে প্রায় ২৫০ বছর ধরে! এই শিলাদেবীর নাম দান্তাওরাং বা দান্তাবেরাং। তাঁরই পুজো করে আসছেন ধিমালরা। প্রথাগত ভাবে, ধিমালেরা প্রকৃতির উপাসক। এঁদের মন্দিরে কোনও মূর্তি থাকে না। এখানেও পাশাপাশি দুটি শিলা। প্রকৃতিকেই মাতৃরূপে পুজো করে আসছেন তাঁরা। বছরের পর বছর ধরে। ধিমালদের দুর্গাপুজোতে স্বাদ পাওয়া যায় প্রকৃতিরই। চতুর্থী থেকে দশমী পর্যন্ত চলে এই পুজো।