Abhishek Banerjee: স্ত্রী-পুত্রকে নিয়ে বাগদেবীর আরাধনায় অভিষেক, 'আশীর্বাদ' হিসেবে চাইলেন...

Feb 03, 2025, 17:59 PM IST
1/10

সপরিবারে সরস্বতী বন্দনায় অভিষেক

Abhishek Banerjee performs Saraswati Puja

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: স্ত্রী-পুত্রকে বাগদেবীর আরাধনা করলেন অভিষেক। ছিলেন তাঁর সহকর্মীরাও।  

2/10

সপরিবারে সরস্বতী বন্দনায় অভিষেক

Abhishek Banerjee performs Saraswati Puja

ছেলেকে সঙ্গে নিয়ে আরতিও করেন অভিষেক। সরস্বতী পুজো উপলক্ষে সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট শেয়ার করেছেন অভিষেক।  

3/10

সপরিবারে সরস্বতী বন্দনায় অভিষেক

Abhishek Banerjee performs Saraswati Puja

অভিষেক লিখেছেন, "বসন্ত পঞ্চমীর এই পবিত্র মুহূর্তে, আমি জ্ঞান, বুদ্ধি এবং শিল্পের চিরন্তন প্রতীক মা সরস্বতীকে শ্রদ্ধা জানাতে আমার পরিবার এবং সহকর্মীদের সাথে যোগ দিয়েছিলাম।"   

4/10

সপরিবারে সরস্বতী বন্দনায় অভিষেক

Abhishek Banerjee performs Saraswati Puja

"তিনি শিক্ষার উৎস। ঐশ্বরিক শক্তি যা অজ্ঞতা দূর করে এবং জ্ঞান ও সৃজনশীলতার পথকে আলোকিত করে।"  

5/10

সপরিবারে সরস্বতী বন্দনায় অভিষেক

Abhishek Banerjee performs Saraswati Puja

"তাঁর আশীর্বাদ স্থান, কাল, পাত্রের অতীত। সত্যের সন্ধানে মনকে অনুপ্রেরণা দেয়।"  

6/10

সপরিবারে সরস্বতী বন্দনায় অভিষেক

Abhishek Banerjee performs Saraswati Puja

"তাঁর উজ্জ্বল উপস্থিতিতে জ্ঞান বিকশিত হয়, প্রকাশ খুঁজে পায়। প্রতিভা তার সীমাহীন সম্ভাবনা আবিষ্কার করে।"    

7/10

সপরিবারে সরস্বতী বন্দনায় অভিষেক

Abhishek Banerjee performs Saraswati Puja

"মা সরস্বতী যেন প্রত্যেক ছাত্র, প্রত্যেক শিল্পীকে স্বপ্ন দেখার সাহস ও শ্রেষ্ঠত্ব অর্জনের অধ্যবসায় দিয়ে আশীর্বাদ করেন।"   

8/10

সপরিবারে সরস্বতী বন্দনায় অভিষেক

Abhishek Banerjee performs Saraswati Puja

"তার ঐশ্বরিক করুণা আমাদের যুবকদেরকে একটি আলোকিত এবং সমৃদ্ধ ভবিষ্যতের দিকে পরিচালিত করুক।"   

9/10

সপরিবারে সরস্বতী বন্দনায় অভিষেক

Abhishek Banerjee performs Saraswati Puja

"যেখানে বুদ্ধি এবং শৈল্পিকতা সমানভাবে বিকাশ লাভ করবে।"  

10/10

সপরিবারে সরস্বতী বন্দনায় অভিষেক

Abhishek Banerjee performs Saraswati Puja

পুজোর ছবি শেয়ার করে অভিষেক লিখেছেন, "হাত জোড় করে সকলের জন্য প্রজ্ঞা, জ্ঞান ও সমৃদ্ধি কামনা করছি মা প্রজ্ঞাদায়িনীর চরণে।"