Home Image: 
Abhishek Chatterjee Death: বুধবার ছিলেন ফ্লোরে, এরপর কী ঘটল যে রাতে বাড়িতেই মৃত্যু হল অভিষেক চট্টোপাধ্যায়ের?
Domain: 
Bengali
Home Title: 

বুধবার ছিলেন ফ্লোরে, এরপর কী ঘটল যে রাতে বাড়িতেই মৃত্যু হল অভিষেক চট্টোপাধ্যায়ের?

English Title: 
Abhishek Chatterjee sudden death what is the reason behind it
Slide Photos: 
Last Rites

অভিষেক চট্টোপাধ্যায়কে শেষ বিদায় জানাতে সকাল থেকেই তাঁর বাড়িতে হাজির হয়েছেন রচনা বন্দ্যোপাধ্যায়, ইন্দ্রানী হালদার, লাবনী সরকার,ইন্দ্রানী দত্ত সহ তাঁর টলিউডের বন্ধুরা। 

last Breath

কিন্তু হাসপাতালে ভর্তি হতে চাননি অভিষেক। বাড়ি ফিরে আসেন তিনি, বাড়িতেই চলছিল স্যালাইন। রাত ১.৪০ মিনিটে হৃদরোগে আক্রান্ত হয় প্রয়াত হন অভিষেক চট্টোপাধ্যায়। 

 

wrong decision

যা খাচ্ছিলেন তাই বমি হয়ে যাচ্ছিল, তাঁকে দেখে চিন্তিত হয়ে পড়েন ভরত কল, জিতু ও রপঙ্কর। সেখান থেকেই সরাসরি হাসপাতালে ভর্তির প্রস্তাব দেন সকলে। 

 

On floor

সারাক্ষণ ফ্লোরের একটি সোফায় শুয়ে ছিলেন তিনি। সেই ফ্লোরে হাজির ছিলেন রূপঙ্কর বাগচী, জিতু কমল, ভরত কল। 

 

in Shooting set

ফ্লোরে পৌঁছলেও বুধবার শুটিং শেষ করতে পারেননি অভিষেক চট্টোপাধ্যায়। ফ্লোরে চিকিৎসকের পরামর্শেই ওষুধ দেওয়া হয় তাঁকে। 

 

With Wife

অসুস্থ থাকা সত্ত্বেও বুধবার জিতের নয়া রিয়েলিটি শো 'ইসমার্ট জোড়ি'-র শুটিংয়ে সস্ত্রীক হাজির হন অভিনেতা। 

 

Felt sick in set

নিজস্ব প্রতিবেদন: মঙ্গলবার ধারাবাহিকের সেটেই অসুস্থ হয়ে পড়েন অভিষেক চট্টোপাধ্য়ায়। শুরু হয় বমি। 

 

Publish Later: 
No
Publish At: 
Thursday, March 24, 2022 - 13:55
Mobile Title: 
বুধবার ছিলেন ফ্লোরে, এরপর কী ঘটল যে রাতে বাড়িতেই মৃত্যু হল অভিষেক চট্টোপাধ্যায়ের?
Facebook Instant Gallery Article: 
No