Arindam Sil: 'জোর করে কোলে বসায়, শরীরের বিভিন্ন অংশে হাত দেয়...', FIR অরিন্দম শীলের বিরুদ্ধে!
Harrasment by Arindam Sil: পরিচালক বলেন, 'সেদিন ঘনিষ্ঠ দৃশ্যের শ্যুটিং ছিল। কোনওরকম বেড সিন বা লিপলক না থাকলেও যেখানে দেখা যাবে অভিনেতা চেয়ারে বসে এবং তার কোলের উপরে অভিনেত্রী। শট বোঝাতেই অভিনেত্রীর সঙ্গে রিহার্সাল করতে শুরু করি। আমি অভিনেত্রীকে বলি আমার কোলের উপর বসতে।....'
1/6
অরিন্দম শীলের বিরুদ্ধে থানায় অভিনেত্রী
2/6
অরিন্দম শীলের বিরুদ্ধে থানায় অভিনেত্রী
photos
TRENDING NOW
3/6
অরিন্দম শীলের বিরুদ্ধে থানায় অভিনেত্রী
অভিযোগ, অভিনেত্রীকে জোর করে তার কোলে বসানো হয় ৷ এমনকী শরীরের বিভিন্ন অংশে হাত দেওয়া হয় ও চুমু খাওয়া হয় বলেও অভিযোগ ৷ সোমবার মহিলা কমিশনে এই মামলার কমিশনের চেয়ারপার্সন লীনা গঙ্গোপাধ্যায় জানান, এই শুনানিতে ২ জন প্রত্যক্ষদর্শীর মধ্যে একজন পরিচালক অরিন্দম শীল ওই অভিনেত্রীকে চুমু খাওয়ার পর তিনি যে অস্বস্তিতে ছিলেন তা দেখেছেন বলে জানিয়েছেন।
4/6
অরিন্দম শীলের বিরুদ্ধে থানায় অভিনেত্রী
সংবাদমাধ্যমকে পরিচালক আগেই বলেন, 'সেদিন ঘনিষ্ঠ দৃশ্যের শ্যুটিং ছিল। কোনওরকম বেড সিন বা লিপলক না থাকলেও যেখানে দেখা যাবে অভিনেতা চেয়ারে বসে এবং তার কোলের উপরে অভিনেত্রী। শট বোঝাতেই অভিনেত্রীর সঙ্গে রিহার্সাল করতে শুরু করি। আমি অভিনেত্রীকে বলি আমার কোলের উপর বসতে। আমি বারবার জিজ্ঞাসা করেছিলাম যে ওর কোনও অসুবিধা আছে কিনা? প্রশ্ন করেছিলাম, কোনও অসুবিধা নেই তো তোর? সব ঠিক আছে তো?'
5/6
অরিন্দম শীলের বিরুদ্ধে থানায় অভিনেত্রী
6/6
অরিন্দম শীলের বিরুদ্ধে থানায় অভিনেত্রী
উল্লেখ্য, যৌন হেনস্থার অভিযোগে আসাতেই নাকি কলকাতা চলচ্চিত্র উত্সব কমিটি থেকে পত্রপাঠ বাদ দেওয়া হয়েছিল অভিযুক্ত পরিচালককে! আগেই এ বিষয়ে জানতে পেরে উত্সব কমিটি থেকে বাদ দেওয়া হয় তাঁকে। এমনকী পরিচালকে নাকি শোকজও করা হয়নি। অভিযোগ সম্পর্কিত কোনও কারণ জানতে না চেয়েই সরাসরি বরখাস্ত করা হয়। তাও বিবৃতি দিয়ে।
photos