Home Image: 
মা হওয়ার পর ফের শ্যুটিং ফ্লোরে ফিরলেন কোয়েল মল্লিক
Domain: 
Bengali
Home Title: 

মা হওয়ার পর ফের শ্যুটিং ফ্লোরে ফিরলেন কোয়েল মল্লিক

English Title: 
Actress Koel Mallick back in the shooting floor after becoming mom
Slide Photos: 

যদিও মা হওয়ার পর অনেক ঝড়ও বয়ে গিয়েছে কোয়েলের পরিবারের উপর দিয়ে, কোয়েল, তাঁর স্বামী নিসপাল সিং রানে, তাঁর বাবা, অভিনেতা রঞ্জিত মল্লিক ও মা দীপি মল্লিক সকলেই করোনা আক্রান্ত হয়েছিলেন। তারপর তাঁরা সুস্থও হয়ে ওঠেন।

প্রসঙ্গত, দেশজুড়ে যখন লকডাউন চলার মাঝেই মা হয়েছেন কোয়েল। গত ৫ এপ্রিল ভোরে মা হন কোয়েল মল্লিক। 

উচ্ছ্বাসিত কোয়েল ভিডিয়ো বার্তায় জানান, ''আমি প্রচণ্ড উৎসাহী। দীর্ঘদিন পর শ্যুটিংয়ে এসেছি। শেষ মিতিন মাসির শ্যুট করেছিলাম, সেটা গতবছর পুজোয় মুক্তি পেয়েছিল। তারপর অনেকটা সময় গেছে। আমি আবারও শ্যুটিং ফ্লেরে ফিরে লাইট-ক্যামেরা-অ্যাকশন ভীষণই উপভোগ করছি।''

 

ছবি-ইনস্টাগ্রাম

জানা যাচ্ছে কোয়েলকে একটি রিয়্যালিটি শোয়ের অনুষ্ঠানে দেখা যাবে। তারই শ্যুটিংয়ে হাজির হয়েছিলেন অভিনেত্রী। 

 

ছবি-ইনস্টাগ্রাম

মা হওয়ার পর ফের শ্যুটিং ফ্লোরে ফিরলেন কোয়েল মল্লিক। কাজে ফিরে উচ্ছ্বাসিত অভিনেত্রী বেশকিছু ছবি ও ভিডিয়ো পোস্ট করেছেন নিজের ইনস্টাগ্রামে।

ছবি-ইনস্টাগ্রাম

Publish Later: 
No
Publish At: 
Sunday, September 27, 2020 - 15:26
Mobile Title: 
মা হওয়ার পর ফের শ্যুটিং ফ্লোরে ফিরলেন কোয়েল মল্লিক
Facebook Instant Gallery Article: 
No
Edited By: 
Ranita Goswami