New Year 2024: পাহাড়ের কোলে ধামসা-মাদলের বোলে রঙিন বর্ষবরণ...
Susunia| New Year 2024: বাঁকুড়ার শুশুনিয়ায় পাহাড়ের কোলে সবুজ প্রকৃতির মাঝে খোলা আকাশের নীচে ধামসা-মাদলের বোলে আর আদিবাসী রমণীদের নৃত্যতালে পুরনো বছরকে বিদায় জানিয়ে নতুন বছরকে স্বাগত জানাল শিউলিবোনা গ্রামের মানুষজন।
মৃত্যুঞ্জয় দাস: ঐতিহ্যের দিকেই মুখ ফেরোনা। ট্রেন্ডকে সরিয়ে হেরিটেজকে মর্যাদা দেওয়া। এমনই দেখা গেল শুশুনিয়া অঞ্চলে। রীতি মেনে বাঁকুড়ার শুশুনিয়া পাহাড়ের কোলে প্রকৃতির মাঝে খোলা আকাশের নীচে ধামসা-মাদলের বোল আর আদিবাসী রমণীদের নাচের তালে পুরনো বছরকে বিদায় জানিয়ে নতুন বছরকে স্বাগত জানাল শিউলিবোনা গ্রামের আদিবাসী মানুষ। প্রকৃতির মাঝে এমন বর্ষবরণ দেখতে শুশুনিয়ায় বেড়াতে যাওয়া হাজার হাজার পর্যটকও পা বাড়ালেন শিউলিবোনার রাস্তায়। প্রাচীন আদিবাসী সংস্কৃতির সঙ্গে একাত্ম হয়ে পর্যটকরাও একটু অন্য ভাবে বরণ করে নিলেন নতুন বছরকে।
1/7
শুশুনিয়া
2/7
খেরওয়াল তুকৌ উৎসব
photos
TRENDING NOW
3/7
ধরতিবাবা
4/7
স্বাগত বিদায়
5/7
অসম, ওডিশা, ঝাড়খন্ড থেকেও
6/7
রাতভর নাচ-গান
7/7
দ্রিমি দ্রিমি বোলে
photos