প্রশিক্ষিত 'ডিজিটাল সৈনিক' তৈরির পথে তৃণমূল

 

Jun 18, 2018, 16:48 PM IST

 

 

1/14

Pic1

বিনা যুদ্ধে নাহি দিব সূচাগ্র মেদিনী। বিজেপির অস্ত্রেই এবার বিজেপিকে রুখতে সাইবার যুদ্ধে নামতে চলেছে মমতার তৃণমূল। কিন্তু, যুদ্ধে নামলেই তো হবে না, এর জন্য প্রয়োজন বিশেষ প্রশিক্ষণ। বিশেষত, প্রতিপক্ষ যখন সাইবার কর্মকাণ্ডকে কার্যত শিল্প ও পেশাদারিত্বের পর্যায়ে নিয়ে গিয়েছে, তখন তাদের বিরুদ্ধে লড়তে গেলে আটঘাঁট বেধে নামাই বিবেচকের কাজ। তাই রীতিমতো মাস্টার মশাই রেখে দিনক্ষণ স্থির করে ডিজিটাল পাঠে মনোনিবেশ করছে তৃণমূল কংগ্রেস।

2/14

Pic2

যুব তৃণমূল সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বেই সাইবার যুদ্ধে ঝাঁপিয়ে পড়ছে তৃণমূল।

3/14

Pic3

২০ জুন কলকাতার মৌলালি যুবকেন্দ্রে দিনভর কর্মশালায় অংশ নেবেন তৃণমূলের বিশেষ ডিজিটাল বাহিনী।

4/14

Pic4

প্রশিক্ষণ দেবেন টিসিএস, কগনিজেন্টের মতো প্রথম সারির তথ্যপ্রযুক্তি সংস্থার সাইবার বিশেষজ্ঞরা। এই প্রশিক্ষণ শিবিরে উপস্থিত থাকবেন দলের অফিশিয়াল টুইটার হ্যান্ডেল ও ফেসবুক পেজের দায়িত্বে থাকা ডেরেক ওব্রায়েন, মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়-সহ শীর্ষ নেতারাও।

5/14

Pic5

বর্তমানে রাজ্যের প্রতিটি লোকসভা আসনের জন্য তৃণমূলের একটি করে ফেসবুক পেজ রয়েছে। সেই পেজের দায়িত্বে রয়েছেন দু'জন করে ডিজিটাল অ্যাডমিনিস্ট্রেটর। অর্থাত্‍, এই ৮৪ জন মৌলালি যুবকেন্দ্রে প্রশিক্ষণ নেবেন।

6/14

Pic6

এছাড়াও তাঁদের সঙ্গে প্রশিক্ষণ নেবেন ২০০ ছাত্র-যুব 'ডিজিটাল সৈনিক'।

7/14

Pic7

এর পাশাপাশি, রাজ্যস্তরে একটি হোয়াটস অ্যাপ গ্রুপও তৈরি করা হয়েছে।

8/14

Pic8

মৌলালি যুবকেন্দ্রে প্রশিক্ষিতরা জেলা ও ব্লক স্তরে ছাত্র যুবদের প্রশিক্ষণ দেবেন।

9/14

Pic9

১ অগাস্টের মধ্যে রাজ্যে এক লক্ষ ডিজিটাল সৈনিক তৈরির লক্ষ্যমাত্রা নিয়েছে তৃণমূল।

10/14

Pic10

সাইবার যুদ্ধের আধুনিক কৌশল নিয়ে তৃণমূলের সেনানিদের প্রশিক্ষণ দেওয়া হবে। হ্যাকিং হচ্ছে কি না তা কী করে বোঝা যাবে তা-ও শেখানো হবে।

11/14

Pic11

ফেক নিউজের জবাব কীভাবে দেওয়া হবে তাও শেখানো হবে প্রশিক্ষণ কর্মশালায়।

12/14

Pic12

রাজ্যের উন্নয়নের খবর কীভাবে মানুষের কাছে পৌঁছে দেওয়া যায় তাও শিখবেন তৃণমূলের সাইবার সেনানিরা।

13/14

Pic13

পাশাপাশি, শেখানো হবে কার্টুন তৈরি, স্টোরি মেকিং। পার্টির নামে যাতে কোনও কর্মী ভুল প্রচার না করতে পারে তাও শেখানো হবে।

14/14

Pic14

কিন্তু এই ডিজিটাল দ্বৈরথ শেষ পর্যন্ত 'Really virtual' হয় না কি 'Virtually real', তা বলবে আগামী।