লকডাউনের জেরে কর্মীদের বেতন দিতে গিয়ে প্রায় নিঃস্ব! সিনেমা হল মালিকের পাশে অক্ষয়

Apr 21, 2020, 14:53 PM IST
1/5

লকডাউনে জেরে বন্ধ ব্যবসা। ফলে কর্মীদের বেতন দিতে গিয়ে সমস্যায় পড়ছেন মহারাষ্ট্রের এক প্রসিদ্ধ সিনেমা হল মালিক

2/5

রিপোর্টে প্রকাশ, গেইতি গ্যালাক্সি এবং মারাঠা মন্দিরের মালিক মনোজ দেশাই সমস্যায় পড়ছেন কর্মীদের বেতন দিতে গিয়ে। লকডাউনের জেরে মুক্তি পাচ্ছে না কোনও সিনেমা। ফলে মার্চ মাসের পর এপ্রিলে কর্মীদের বেতন দিতে গিয়ে জেরবার হয়ে যান মনোজ দেশাই।

3/5

বিষয়টি জানাজানি হতেই সাহায্যের হাত বাড়িয়ে দেন অক্ষয় কুমার। কর্মীদের বেতন দিতে লোন নিতে হবে বলে মনোজ দেশাইয়ের মন্তব্যের পরই তাঁকে ফোন করেন অক্ষয় কুমার

4/5

মনোজ জানান, তিন দিন আগে আচমকাই অক্ষয় কুমারের কাছে থেকে ফোন পান তিনি। মনোজকে বিনা শর্তে সাহায্যের প্রস্তাব দেন। মনোজ যাতে লোন না নিয়েই কর্মীদের বেতন দিতে পারেন, তার জন্য অক্ষয় তাঁকে সাহায্য করবেন বলে জানান

5/5

যদিও এপ্রিলে কর্মীদের বেতন তিনি দিতে পারবেন। সেই বন্দোবস্ত করে ফেলেছেন। ভবিষ্যতে প্রয়োজন হলে তিনি অক্ষয়কে অবশ্যই জানাবেন বলে পালটা জানান মনোজ দেশাই। তবে পরিস্থিতি একইরকম চলতে থাকলে, মে মাসে কর্মীদের বেতন নিয়ে সমস্যায় পড়তে হবে বলেও ইঙ্গিত দেন মনোজ দেশাই