কোভিডেও পুজোর আনন্দ মাটি হচ্ছে না বাংলার সুরাপ্রেমীদের! নির্ঝঞ্ঝাট ব্যবস্থা

Oct 22, 2020, 21:34 PM IST
1/5

নিজস্ব প্রতিবেদন: কোভিডের কারণে পুজোর আনন্দ অনেকটাই মাটি হয়ে গিয়েছে। তবে সুরাপ্রেমীদের সুখবর। পুজোয় ষষ্ঠী থেকে সপ্তমীই খোলা থাকবে রাজ্যের মদের দোকানগুলি।   

2/5

লকডাউনে দীর্ঘদিন বন্ধ ছিল মদের দোকান। শাটার খুলতেই বিশাল লাইন পড়েছিল। তবে পুজোর সময় খোলা থাকছে সবকটি দোকানই।    

3/5

রাজ্যে এখন ২৬ জানুয়ারি, ১৫ অগাস্ট, ২অক্টোবর ও মহরমে বন্ধ থাকে মদের দোকান। আর দোলের দিন অর্ধদিবস। 

4/5

আগে ১২ দিন বন্ধ থাকত মদের দোকান। তবে ২০১৬ সালে বদলায় সেই নিয়ম। সে কারণে পুজোয় ছুটি নেই।   

5/5

পুজোয় তাই সুরাপ্রেমীদের আগে থেকে জমিয়ে রাখার ঝক্কি পোহাতে হবে না। সবদিনই তো খোলা।