ত্বক সুস্থ রাখতে 'নাইট ক্রিম' ব্যবহার করেন না আলিয়া

Jun 14, 2021, 23:43 PM IST
1/7

বলিউডের অন্যতম সুন্দর অভিনেতা তিনি। তাঁর অভিনয় দিয়ে জয় করেছেন সকলের মন। বারবার চ্যালেঞ্জ নিয়েছে অভিনয়ে জগতে। এখনও পর্যন্ত তাঁর শেষ সিনেমা গাঙ্গুবাই। তাঁর উচ্চতা, শারীরিক গড়ন, চেহারা ও মুখের টোল পড়া হাসি মুগ্ধ করে সবাইকে। বেশিরভাগ সিনেমাতেই আলিয়াকে ন্যাচারাল লুকে দেখা যায়। বিনা মেকআপে পাপারাৎজিদের সামনে আসতে বিন্দুমাত্র সঙ্কোচ করেন না তিনি।। তাঁর মসৃণ ও কোমল ত্বক সবার কাছেই আকর্ষণের, কীভাবে তিনি ত্বকের যত্ন নেন?

2/7

রূপচর্চায় মুলতানি মাটির গুণাগুণ অনবদ্য, আর বি-টাউনের এই অভিনেতার সৌন্দর্যের অন্যতম রহস্য fuller's earth (মুলতানি মাটি)।

3/7

   Alia একটি সাক্ষাৎকারে জানান, তাঁর হাতে সময় থাকলে তিনি Honey Mask ( মধুর মাস্ক) ব্যবহার করেন, ১৫ মিনিটের জন্য মুখে এই মাস্ক রেখে ধুয়ে ফেলেন তিনি।   

4/7

আলিয়া ত্বককে মোলায়েম রাখতে সর্বদা moisturiser এর ব্যবহার করেন, যার ফলে তাঁকে সবসময় উজ্জ্বল দেখায়। 

5/7

 Alia র  সৌন্দর্যের আসল কারণ তাঁর নো-মেক আপ লুক। বিনা মেকআপে এই বলি তারকাকে প্রায়শই  দেখা যায়, তাঁর স্কিনের স্বাস্থ্য এতই ভালে যে  মেকআপের প্রয়োজন হয় না।  

6/7

আলিয়া দিনে অন্তত একবার Ice cubes চোখে দিতে পছন্দ করেন,  কারণ আইস কিউব ব্যবহার করলে ঠান্ডা সংকোচনের নিয়মে চোখের ফোলাভাব কমে।

7/7

সারাদিন রূপচর্চার পর ত্বককে বিশ্রাম দেওয়ার পরামর্শ আলিয়ার। রাতে ত্বকে কোনও night cream না লাগানোর পরামর্শ তাঁর।