1/7
জুরাসিক ওয়ার্ল্ড ছবির শুটিংয়ের প্রথম ও শেষ দিন ইরফানের সঙ্গে তোলা দুটি ছবি টুইটারে শেয়ার করেছেন অভিনেত্রী ব্রাইস ডালাস হাওয়ার্ড। তিনি লিখেছেন, ''ইরফান, আপনি অতি চমৎকার একজন মানুষ। আমরা সবাই আপনার কথা মনে করবো। শুটিংয়ের প্রথম ও শেষ দিন আপনার সঙ্গে কাজ করার সৌভাগ্য হয়েছিল আমার। আপনার ও আপনার পরিবারের জন্য ভালোবাসা রইল।''
2/7
'স্লামডগ মিলিয়নিয়ার'-এর অভিনেত্রী ফ্রিডা পিন্টো ইনস্টাগ্রামে একটি ছবি শেয়ার করে লিখেছেন লম্বা একটি পোস্ট। লিখেছেন, ''এই শূন্যস্থান কখনও পূরণ হবে না কারণ, ইরফান খানের মতো আর কেউ নেই। অভিনেতা নন, একজন সহকর্মী হিসেবে উনি আমাকে দেখেছেন। অভিনেতা হিসেবে স্মরণীয় প্রতিভা, ও মানুষ হিসাবেও ওনার প্রতি আমার গভীর শ্রদ্ধা রয়েছে। এনার সঙ্গে আমি কাজ করতে পেরেছি এটা আমার সৌভাগ্য। ওনাকে আমি রোল মডেল হিসেবে প্রথম ছবিতেই পেয়েছিলাম।...''
photos
TRENDING NOW
3/7
অস্কারজয়ী ছবি ‘স্লামডগ মিলিয়নিয়ার’-এর পরিচালক ড্যানি বয়েল ইরফানকে শ্রদ্ধা ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসিকে বলেন, ''ইরফান ছিলেন অসাধারণ অভিনেতা এবং স্লামডগ মিলিয়নিয়ার ছবিতে তাঁর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ছবিটিতে তার চরিত্রটি অত বড় ছিল না। চিত্রনাট্যে মোটেও এটি চোখে পড়বে বলে মনে হয়নি। কিন্তু ইরফান নিজের উৎকর্ষ, স্বাভাবিকতা, আকর্ষণ, বুদ্ধিমত্তা ও প্রশান্তির সঙ্গে ফুটিয়ে চরিত্রটিকে সম্ভাবনাময় করে তুলেছিলেন''।
4/7
5/7
6/7
7/7
ইরফান খান আর নেই, এটা জেনে শোকস্তব্ধ হলিউড তারকা অ্যাঞ্জেলিনা জোলি। ইরফানের সঙ্গে সেকথা মনে করে হলিউড তারকা অ্যাঞ্জেলিনা জোলি বলেন, ''মাইকেল উইন্টারবটম পরিচালিত 'দ্যা মাইটি হার্ট' ছবিতে ইরফান খানের সঙ্গে কাজ করার সুযোগ হয়েছিল। ওর মহত্বই শিল্পী হিসাবে অন্যদের থেকে ওকে আলাদা করেছে। ওর কাজ করার আতিশয্য, কাজের প্রতি প্রতিশ্রুতি, আর ওর মুখের হাসি কখনো ভোলার নয়। আমি ওনার কাজের বড় ভক্ত। ইরফানের পরিবার ও বন্ধুদের প্রতি আমার সমবেদনা রইল। ''
photos