1/7
মহারাষ্ট্রের ঔরঙ্গাবাদ জেলায় এই অপূর্ব শিল্পকীর্তির জন্ম হয়েছিল খ্রিস্টপূর্ব দ্বিতীয় শতকে। এখানে গুহাচিত্রের পাশাপাশি পাথরগাত্রে খোদিত মূর্তিও রচিত হয়েছিল। মূলত বৌদ্ধধর্মাশ্রিত শিল্পসম্ভার এই গুহা-কীর্তি বিশ্বের রসিকজনকে আকর্ষণ করে এসেছে বরাবর। ১৯৮৩ সাল থেকে ইউনেসকো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট। বিশ্বের নজর নিবদ্ধ হয়েছে এখানে মাত্রই ১৮১৯ সালে। এক ব্রিটিশ জন স্মিথ বাঘ শিকারের একটি দলে ভিড়ে গিয়ে এটি আবিষ্কার করে ফেলেন। তবে অজন্তা গুহার কথা বৌদ্ধ চৈনিক পরিব্রাজকদের স্মৃতিকথায় আছে। আছে মোগল-নথিতেও। তবুও তা দীর্ঘকাল লোকচক্ষুর অগোচরে চলে গিয়েছিল। কেউ বলেন সাতবাহন রাজাদের আমলে এগুলি তৈরি হয়েছিল, কারও মত মৌর্য যুগে।
2/7
photos
TRENDING NOW
3/7
4/7
এক বিন্দু নয়নের জল, শুভ্র সমুজ্জ্বল। তাজমহল। শাজাহানের ভালোবাসার প্রতীক। মোগল সাম্রাজ্যের কৃষ্টির চূড়ান্ত। ইতিহাসের জলজ্যান্ত এক স্মৃতিচিহ্ন যা যুগ যুগ ধরে বিশ্ববাসীকে মুগ্ধ করছে। ১৬৩২ সালে নির্মাণ শুরু হয়েছিল। শেষ হয় ১৬৪৩ সালে। ২০ হাজার শ্রমিক, যাঁদের শিল্পী বলাই ভাল, এই নির্মাণকাজে যুক্ত ছিলেন। ১৯৮৩ সালে এটি ইউনেসকো ওয়ার্ল্ড হেরিটেজ ঘোষিত হয়।
5/7
6/7
7/7
Preah Vihear Temple, কাম্বোডিয়ার এক প্রাচীন মন্দির। ছয় শতাব্দী ব্যাপী রাজত্ব করা Khmer সাম্রাজ্যর আমলে এটি তৈরি হয়েছিল। Prasat Preah Vihear একটি যৌগ শব্দ। এর অর্থ-- পবিত্র অধিষ্ঠানের ধর্মীয় উদযাপন। Prasat মানে, ধর্মীয় উত্সর্গ, এর অর্থ এখানে 'মন্দির'ও হতে পারে। Preah-র অর্থ, পবিত্র বা প্রিয়। আর Vihear-এর মানে হল বিহার বা অধিষ্ঠানের স্থান, যাকে আমরা shrine বলে থাকি।
photos