Terrific Blast: ভয়ংকর বিস্ফোরণ! পেট্রোল ট্যাঙ্কার উল্টে মৃত কমপক্ষে ৭০, মৃত্যুমিছিলে হাহাকার...

Nigeria: নাইজেরিয়ায় দুর্ঘটনাকবলিত জ্বালানিবাহী একটি ট্যাংকার থেকে পেট্রোল সংগ্রহের সময় ভয়ংকর বিস্ফোরণে। দুর্ঘটনায় মৃত কমপক্ষে ৭০, আহত বহু।

Jan 19, 2025, 10:33 AM IST
1/7

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: নাইজেরিয়ায় ভয়ংকর বিস্ফোরণ। শনিবার একটি পেট্রোল ট্যাঙ্কার ট্রাক উল্টে যায়। ফলে সমস্ত জ্বালানি ছড়িয়ে পড়ে। দুর্ঘটনায় মৃত কমপক্ষে ৭০, আহত বহু।  

2/7

ঘটনাটি ঘটে, উত্তর নাইজেরিয়ার রাজধানী আবুজা থেকে উত্তরাঞ্চলীয় শহর কাদুনার মধ্যে সংযোগকারী সড়কের ডিক্কো এলাকায়।

3/7

নাইজেরিয়ার নাইজার রাজ্যের ফেডারেল রোড সেফটি কর্পসের (এফআরএসসি) প্রধান কুমার সুকওয়াম বলেন, শনিবার সকাল ১০টার দিকে ডিক্কো এলাকায় ওই ট্যাংকার দুর্ঘটনার কবলে পড়ে।

4/7

দেশের জাতীয় জরুরি ব্যবস্থাপনা কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানিয়েছে, ৭০-এরও বেশি মৃতদেহ উদ্ধার করা হয়। এবং ৫৬ জন গুরুতর আহত হয়। ১৫ টিরও বেশি দোকান পুড়ে ছাই হয়ে যায়।

5/7

নাইজেরিয়া আফ্রিকার সবচেয়ে জনবহুল দেশের একটি প্রধানত মুসলিম রাষ্ট্র। এর আগে, নাইজার রাজ্যের ফেডারেল রোড সেফটি কর্পস সেক্টর কমান্ডার কুমার সুকয়াম বলেন, নিহতদের অধিকাংশই দরিদ্র স্থানীয় বাসিন্দা, যারা ট্রাকটি উল্টে যাওয়ার পর ছড়িয়ে পড়া পেট্রোলটি তুলতে ছুটে এসেছিল।

6/7

সেটিতে ৬০ হাজার লিটার পেট্রোল ছিল। দুর্ঘটনার পর ট্যাংকারটি থেকে লোকজন জ্বালানি সংগ্রহের সময় বিস্ফোরণের ঘটনা ঘটে। কুমার সুকওয়াম বলেন, নিহত বেশির ভাগ মানুষের শরীর এমনভাবে পুড়ে গিয়েছে যে চেনার উপায় নেই।  

7/7

এক প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, শনিবার রাতে বাসিন্দারা ও কর্মকর্তারা ইসলামিক রীতিনীতি অনুযায়ী নিহতদের দাফনের উদ্দেশ্যে কবর খুঁড়ছিল। যেখানে পরপর রাখা ছিল মৃতদেহ।