ATM Rules: বদলাচ্ছে এটিএম থেকে টাকা তোলার নিয়ম, পকেটের বোঝা বাড়বে
কবে থেকে কার্যকর নয়া নিয়ম?
নিজস্ব প্রতিবেদন: সম্প্রতি এটিএমে টাকা তোলা (Cash Withdrawl) ও লেনদেনের ক্ষেত্রে একাধিক নিয়মে (ATM Rules) বদল ঘোষণা করেছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (Reserve Bank of India)। নয়া নিয়মের ফলে ব্যাঙ্ক, আর্থিক লেনদেন পরিষেবার সঙ্গে যুক্ত প্রতিষ্ঠানগুলির দীর্ঘদিনের চাহিদা পূরণ হলেও পকেটের বোঝা বাড়বে আমজনতার। কী কী রয়েছে নয়া নিয়মে? জানুন বিশদে।
1/6
নয়া নিয়ম ঘোষণা আরবিআই এর
নিজস্ব প্রতিবেদন: সম্প্রতি এটিএমে টাকা তোলা (Cash Withdrawl) ও লেনদেনের ক্ষেত্রে একাধিক নিয়মে (ATM Rules) বদল ঘোষণা করেছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (Reserve Bank of India)। নয়া নিয়মের ফলে ব্যাঙ্ক, আর্থিক লেনদেন পরিষেবার সঙ্গে যুক্ত প্রতিষ্ঠানগুলির দীর্ঘদিনের চাহিদা পূরণ হলেও পকেটের বোঝা বাড়বে আমজনতার। কী কী রয়েছে নয়া নিয়মে? জানুন বিশদে।
2/6
অন্য ব্যাঙ্কের এটিএম থেকে টাকা তুললে বছরে বাড়তি ফি
photos
TRENDING NOW
3/6
সর্বোচ্চ সীমা পেরিয়ে গেলেও টাকা
4/6
কবে থেকে নয়া নিয়ম?
5/6
সর্বোচ্চ কতবার টাকা তোলা যাবে?
6/6
অন্য ব্যাঙ্কের এটিএমে টাকা তোলা যাবে?
photos