আলোয় মুড়ে ফেলা হয়েছে অযোধ্যা, রামমন্দিরে যেন অকাল দীপাবলি

Aug 04, 2020, 12:49 PM IST
1/5

আগামী ৫ অগস্ট রামমন্দিরের ভূমিপুজোয় ৪০ কেজির রূপোর ইট স্থাপন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এর মাধ্যমেই শুরু হবে রামমন্দির তৈরির সূচনা। আর সেই উপলক্ষ্যেই যেন অকাল দীপাবলি অযোধ্যায়। 

2/5

নানা রঙের আলোতে মুড়ে ফেলা হয়েছে গোটা অযোধ্যা। এলইডি আলোতে সাজিয়ে তোলা হয়েছে রামমন্দির চত্বর। শুধু তাই নয়, নানা রঙের ফুলে সাজিয়ে তোলা হচ্ছে রামমন্দিরের সমগ্র এলাকা।

3/5

নানা রঙের এলইডির তোরণ, ফুল, স্পটলাইট ইত্যাদি দিয়ে সাজানো হয়েছে রামমন্দির চত্বর। নদীর জলের উপর সেই আলোর প্রতিচ্ছবি সত্যিই অপূর্ব।

4/5

শুধু আলোই নয়। স্থানীয় বিভিন্ন শিল্প-কলা কলেজের ছাত্র-ছাত্রীদের তুলি, হাতের কাজে সেজে উঠেছে অযোধ্যার বিভিন্ন রাস্তার পাশে দেওয়াল।

5/5

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অযোধ্যায় হেলিকপ্টারে এসে পৌঁছবেন। আর সেই কারণে মন্দির থেকে প্রায় ৩ কিলোমিটার দূরে প্রস্তুত হেলিপ্যাড। চওড়া করা হয়েছে মন্দির পর্যন্ত আসার রাস্তাও।