ভূমিপুজোর পর প্রসাদ বিতরণ, তৈরি প্রায় দেড় লক্ষ 'রঘুপতি লাড্ডু'
Aug 05, 2020, 18:08 PM IST
1/5
ভূমিপুজোর পরেই এখন লাড্ডু বিতরণের প্রস্তুতি অযোধ্যায়। গতকাল থেকেই জানা গিয়েছিল যে প্রায় দেড় লাখের কাছাকাছি লাড্ডু বানানো হচ্ছে পুজো উপলক্ষ্যে।
2/5
তবে যে সে লাড্ডু নয়, এই লাড্ডুর নাম রঘুপতি লাড্ডু। খাঁটি ঘি ও কাজু-কিশমিশে ভরা এই লাড্ডুর স্বাদ অতুলনীয়।
photos
TRENDING NOW
3/5
তেল বা ডালদা নয়, গোরুর দুধের বিশুদ্ধ ঘি দিয়ে বানানো হয় এই রঘুপতি লাড্ডু।
4/5
সংখ্যাটাও নেহাত কম নয়, প্রায় ১.২৫ লক্ষ। তাই এক-দুই দিন আগেই শুরু হয়েছিল প্রস্তুতি। তবে, ময়রাদের স্বাস্থ্য পরীক্ষা, বারবার হাত ধোওয়া ইত্যাদি নজরে রাখতেও ছিলেন পরিদর্শকরা। করোনা পরিস্থিতিতে ভুললে চলবে না।
5/5
প্রায় ২৫ জন দক্ষ ময়রা একটানা কাজ করেন এই বিশেষ লাড্ডু বানাতে।