মাটির নিচে বড় সমস্যা, Ram Mandir নির্মাণে দেরির আসল কারণ জানাল কমিটি
Dec 21, 2020, 16:41 PM IST
1/8
ভূমি পুজোর ১৩৮ দিন পরও রাম মন্দির নির্মাণের কাজে দেরি হচ্ছে। কেন! আসল সমস্যা হল স্তম্ভ নির্মাণে। যে স্তম্ভগুলির উপর ভর দিয়ে দাঁড়াবে রাম মন্দিরের ইমারত।
2/8
মূল স্তম্ভ হবে পাথরের। যার উচ্চতা হবে ১৬১ ফিট। সেই স্তম্ভ নির্মাণ নিয়েই এখন জটিলতা দেখা দিয়েছে।
photos
TRENDING NOW
3/8
তবে স্তম্ভ নির্মাণকারী সংস্থা জানিয়েছে, রাম জন্মভূমির মাটির নিচে আসল সমস্যা রয়েছে। তাই একটি কমিটি গত কয়েকদিন ধরে মাটির নিচে পরীক্ষা চালাচ্ছে।
4/8
১০টি টেস্ট পিলার পোঁতা হয়েছিল। সিমেন্ট আর কংক্রিট দিয়ে তৈরি হয়েছিল সেই পিলার। ২৮ দিন রাখা হয় ১৪টি পিলার। তবে সেই পিলারগুলির রিপোর্ট সন্তোষজনক নয়।
5/8
স্তম্ভ নির্মাণকারী সংস্থার ইঞ্জিনিয়ারদের প্রাথমিক রিপোর্ট বলছে, টেস্ট পিলারগুলির অবস্থা ২৮ দিন পর ভাল ছিল না। ফলে বড় পিলার তৈরিতে সমস্যা হতে পারে।
6/8
ঠিক কোন জায়গায় সমস্যা! মাটি পরীক্ষা করে একটি দল জানিয়েছে, পাথরের পিলারের ভার নেওয়ার মতো শক্তি রাম মন্দিরের মাটিতে নেই।
7/8
স্তম্ভ নির্মাণকারী সংস্থার পরীক্ষকরা জানিয়েছেন, মাটির নিচে বালি ও জলের পরিমাণ বেশি। ফলে মাটির জোর কম।
8/8
রাম মন্দির এমনভাবে নির্মাণ করা হবে যাতে ভূমিকম্পে পর্যন্ত ইমারত টলে না যায়! তবে তার জন্য বিশেষ প্রযুকি ব্যবহার করা হবে। মাটি আলগা হলে সেই প্রযুক্তি ব্যবহার করা ঠিক হবে কি না তা খতিয়ে দেখছেন পরীক্ষকরা।