Ayodhya: মন্দির তৈরির পর প্রথম দীপাবলিতেই অযোধ্যার মুকুটে জোড়া গিনেস রেকর্ড!

Ayodhya Deepotsav 2024: ২৫ লক্ষ ১২ হাজার ৫৮৫ প্রদীপ জ্বালানো হয়েছে রামমন্দিরে। যা গিনেস ওয়ার্ল্ড রেকর্ড গড়েছে।

Oct 30, 2024, 23:50 PM IST
1/6

অযোধ্যায় দীপাবলি

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: জাঁকজমকভাবে পালন হচ্ছে অযোধ্যায় দীপাবলি। সরযূ নদীর তীরে ২৫ লাখ প্রদীপ জ্বালিয়ে গিনেস রেকর্ড ভাঙল অযোধ্যা প্রশাসন।

2/6

অযোধ্যায় দীপাবলি

চলতি বছরের জানুয়ারিতে অযোধ্যায় রামলালার প্রাণপ্রতিষ্ঠা হয়। তারপরেই এটি প্রথম দীপাবলি। এই উত্‍সব ছাপিয়ে গেল উদ্বোধনের মহোত্‍সবকেও।  

3/6

গিনেস ওয়ার্ল্ড রেকর্ড

জানা গিয়েছে, ২৫ লক্ষ ১২ হাজার ৫৮৫ প্রদীপ জ্বালানো হয়েছে রামমন্দিরে। যা গিনেস ওয়ার্ল্ড রেকর্ড গড়েছে। এর পাশাপাশি সরযূর তীরে এক সঙ্গে ১১০০ জন আরতি করেছেন। 

4/6

অযোধ্যায় দীপাবলি

বুধবার সন্ধ্যে ৬টার সময় মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ অনুষ্ঠান শুভ সূচনা করেন।  দীপাবলি সূচনাপর্বের এই অনুষ্ঠানের পোশাকি নাম ‘দীপোৎসব ২০১৪।

5/6

অযোধ্যায় দীপাবলি

অযোধ্যার মনোহর লোহিয়া অবধ বিশ্ববিদ্যালয়ের প্রায় ৩০ হাজার ভলান্টিয়াররা মোট ৫৫ টি ঘাটে প্রদীপ জ্বালানো হয়। 

6/6

অযোধ্যায় দীপাবলি

থাইল্যান্ড, ইন্দোনেশিয়া, কম্বোডিয়া, মায়ানমার, মালয়েশিয়া এবং নেপাল থেকে এসেছে রাম-লীলার দল। সঙ্গে ছিল দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা নানা গোষ্ঠীও। সরযূ নদীর তীরে প্রায় এগারো শো লোক দীপোৎসব উদযাপন করেন।