Baba Vanga Dangerous Predictions: মানুষ তাড়াতাড়ি বুড়িয়ে যাবে, পশুরা মানুষ হয়ে উঠবে, ভয়ংকর এনার্জি বেরবে ব্ল্যাকহোল থেকে, সমুদ্রের জল...

Baba Vanga Dangerous Predictions: এখনই ধ্বংস হয়ে যাচ্ছে না এই সৃষ্টি-- সেটা হতে হতে ৫০৭৯ সাল! আরও ৩০৫৪ বছর মানুষ বহাল তবিয়তে থাকবে! তবে, তার আগে বিপদ কম নেই এ বিশ্বের কপালে। কী বলেছেন বাবা ভাঙ্গা?

| Feb 19, 2025, 12:43 PM IST

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: মাত্র ১২ বছর বয়সে অন্ধ হয়ে যান বাবা ভাঙ্গা! তারপর সারাজীবন অন্ধত্বকেই বহন করে বেঁচে থাকেন তিনি।  প্রায় নিখুঁত ভবিষ্যদ্বাণীর জন্য তিনি বিখ্য়াত। প্রাকৃতিক বিপর্যয়, যুদ্ধ, মহামারি-- তাঁর প্রায় সব কথাই মিলে গিয়েছে। হালে, ২০২৪ সাল নিয়ে বাবা ভাঙ্গার ভবিষ্যদ্বাণীও প্রায় অক্ষরে-অক্ষরে ফলেছে! ২০২৫ সালের যে-সময়টুকু অতিবাহিত হয়েছে, তার মধ্যেও বাবা ভাঙ্গার করা পূর্বাভাসের আশ্চর্য সব মিল চোখে পড়েছে। তবে, তাঁর বহুচর্চিত ভবিষ্যদ্বাণীর ভিড়ে হারিয়ে গিয়েছে বেশ কিছু গুরুত্বপূর্ণ কিন্তু একটু অন্য রকম প্রেডিকশনগুলি। আসুন, আজ, সেগুলি আলোচনা করা যাক।

1/7

২০২৮

এই সময়ে শক্তির নতুন উৎস খুলে যাবে। ক্ষুধার্ত মানুষের মুখে অন্ন উঠবে।

2/7

২০৩৩

২০৩৩ সালে ঘটবে এক ভয়ংকর ব্যাপার। রাইজিং সি লেভেল! জলবায়ু পরিবর্তনের জেরে সমুদ্রের জলস্তর বাড়বে।

3/7

২০৮৮

২০৮৮ সালে এমন এক ভাইরাস বিশ্বময় ছড়িয়ে পড়বে যাতে মানুষ তাড়াতাড়ি বুড়ো হয়ে যাবে! 

4/7

২১৫৪

এই বছর থেকেই ঘটবে এক মিব়্যাকল। প্রাণীরা আস্তে-আস্তে 'হিউম্যান-লাইক', মানুষের মতো হয়ে উঠবে! 

5/7

২২৭৯

ব্ল্যাকহোল থেকে এনার্জি বেরিয়ে আসবে। স্পেস ম্যাটার বেঁকেচুরে যাবে।

6/7

২৩৪১

বহিঃ মহাকাশ থেকে পৃথিবী এক ভয়ংকর বিপদের দিকে মুখ করে বসে থাকবে। যখন যা খুশি হতে পারে।

7/7

বাবা-পরিচয়

বুলগেরিয়ান ভাষায় 'বাবা' মানে, বয়স্কা মহিলা, ঠাকুমা বা দিদা! খুব কম বয়সে বাবা ভাঙ্গার প্রতিভার বিচ্ছুরণ দেখা গিয়েছিল। তখন থেকেই তিনি ভবিষ্যদ্বাণী করতেন। তিনি অক্ষরে-অক্ষরে মিলিয়ে দিয়েছেন বিশ্বের বড় বড় সব অঘটন। যেমন, ১৯৮৯ সালের বার্লিন দেওয়ালের ভেঙে পড়া, ২০০৪ সালের ভারত মহাসাগরের ভয়াবহ সুনামি, ২০১৬ সালের ইউরোপিয়ান ইউনিয়ন থেকে ব্রিটেনের বেরিয়ে আসা, ২০২০ সালে করোনা অতিমারি! ১৯১১ সালে ৩১ জানুয়ারি বুলগেরিয়ার স্ট্রুমিকায় বাবা ভাঙ্গার জন্ম। ১৯৯৬ সালের ১১ অগস্ট তাঁর মৃত্যু। মৃত্যুর পরেই বেশি বিখ্যাত হন বাবা ভাঙ্গা। ২০২৫ সাল নিয়েও তিনি বহু পূর্বাভাস দিয়েছেন! মানবজাতির তথা এ বিশ্বের শেষের শুরু নাকি এ বছর থেকেই! তবে, এখনই ধ্বংস হয়ে যাচ্ছে না এই সৃষ্টি-- সেটা হতে হতে ৫০৭৯ সাল! মানে, আরও ৩০৫৪ বছর মানুষ বহাল তবিয়তে থাকবে! ২০২৫ সাল নিয়ে বাবা ভাঙ্গা আরও নানা গুরুত্বপূর্ণ কথা বলেছেন। যেমন, বলেছেন, ইউরোপে ওলটপালট ঘটবে, বহু মানুষের মৃত্যু হবে, মাত্র ১৮ বছর পরেই মুসলিম শাসনাধীন হবে সারা ইউরোপ! শুধু তাই নয়, ঘটবে আরও ম্য়াজিক! সারা বিশ্বেই উত্থান ঘটবে বামপন্থীদের।