Bad Breath: আচমকাই মুখে দুর্গন্ধ? বারবার ব্রাশ না করে লিভার চেক করান...
Bad Mouth Smell: দুবেলাই ব্রাশ করছেন কিন্তু তাও মুখের দুর্গন্ধ দূর হচ্ছে না। মুখের দুর্গন্ধের সমস্যায় বিব্রতবোধ করেন অনেকেই। এর পিছনে লুকিয়ে আছে একাধিক কারণ।
1/6
মুখে দুর্গন্ধ
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: দুবেলাই ব্রাশ করছেন কিন্তু তাও মুখের দুর্গন্ধ দূর হচ্ছে না। মুখের দুর্গন্ধের সমস্যায় বিব্রতবোধ করেন অনেকেই। এর পিছনে লুকিয়ে আছে একাধিক কারণ। জানা গিয়েছে, মুখের স্বাস্থ্য ভালো না থাকলে এই সমস্যায় পড়তে পারেন। তবে আরও এক কারণে মুখের দুর্গন্ধের সমস্যায় ভুগতে হতে পারে। আর তা হল ফ্যাটি লিভারের সমস্যা।
2/6
মুখে দুর্গন্ধ
photos
TRENDING NOW
3/6
কেন দুর্গন্ধের সৃষ্টি হয়?
মুখ বা নিশ্বাস থেকে দুর্গন্ধ বার হওয়ার সমস্যাকে চিকিৎসা পরিভাষায় বলা হয় ‘হ্যালিটোসিস’। বিজ্ঞানের ভাষায় ফেটর হেপাটিকাস নামেও পরিচিত এটি। এক প্রকার দীর্ঘস্থায়ী গন্ধ যা স্বাভাবিক শ্বাস-প্রশ্বাস ও মুখের গন্ধ থেকে ভিন্ন। যদি রক্তে শর্করার মাত্রা বেশ ঝুঁকিপূর্ণ হয় এবং তার সঙ্গে এই সমস্যাগুলি দেখা দিলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিন।
4/6
মুখে দুর্গন্ধ
নির্দিষ্ট খাবার খাওয়ার পরে বা সকালে ঘুম থেকে ওঠার পর দুর্গন্ধ পাওয়া যায়। তবে লিভারের সমস্যায় যারা ভুগছেন এমন রোগীদের মুখে এ গন্ধ সব সময়ই থাকে। এক্ষেত্রে সারাদিন নিঃশ্বাসে একটি স্বতন্ত্র সালফারের মতো বা বাসি গন্ধ থাকতে পারে। এটি ফ্যাটি লিভার রোগের একটি সুস্পষ্ট লক্ষণ। যা কোনভাবেই উপেক্ষা করা উচিত নয়।
5/6
মুখে দুর্গন্ধ
6/6
মুখে দুর্গন্ধ
বিশেষজ্ঞদের মতে, এই উপাদান শ্বাসের মাধ্যমে নির্গত বাতাসের সঙ্গে মিশ্রিত হয় বলেই এমন গন্ধ হয় মুখে। মুখে দুর্গন্ধের পাশাপাশি ত্বক হলুদ হওয়া, পেটে ব্যথা ও পা ফুলে যাওয়ার মতো সমস্যাও ফ্যাটি লিভারের উপসর্গ। এসব লক্ষণ দেখা দিলে চিকিৎসকের পরামর্শ নিন দ্রুত। লিভারে অতিরিক্ত ফ্যাট জমলে তা শরীরে ক্ষতিকর প্রভাব ফেলতে শুরু করে। তাই দ্রুত এ রোগের চিকিৎসা করুন ও নিয়মতান্ত্রিক জীবনধারণ করুন।
photos