Balurghat : শখেই মিলল স্বীকৃতি, ইন্ডিয়া বুক অব রেকর্ডসে বালুরঘাটের মেয়ে
Oct 27, 2021, 22:02 PM IST
1/5
নিজস্ব প্রতিবেদন : হাতের ওপর বিভিন্ন পশুপাখির মুখ বানিয়ে ইন্ডিয়া বুক অব রেকর্ডসে নাম তুলল বালুরঘাটের মেয়ে।
2/5
বালুরঘাটের রথতলা এলাকার বাসিন্দা শিবশঙ্কর চৌধুরীর মেয়ে স্নিগ্ধা সমাজদারের এই সাফল্যে খুশি পরিবারের সদস্য থেকে এলাকাবাসী। বালুরঘাটের মতো একটি প্রত্যন্ত শহর থেকে জাতীয় স্তরে রেকর্ড বুকে নাম তুলতে পেরে খুশি স্নিগ্ধা নিজেও।
photos
TRENDING NOW
3/5
কলকাতার একটি কলেজে বি.ফার্ম নিয়ে পড়াশোনা করে স্নিগ্ধা। লকডাউনের সময় থেকেই অনলাইনে ক্লাস শুরু হয়। ক্লাসের বাইরে বাকি সময়টা বাড়িতে বসে না থেকে কিছু গঠনমূলক কাজ করতে চেয়েছিল স্নিগ্ধা।
4/5
আর সেখান থেকেই হাতে রং করে বিভিন্ন পশুপাখির ছবি আঁকতে শুরু করে। প্রাথমিকভাবে ফেসবুকে ছবিগুলো দিয়ে সুনাম অর্জন করে। তারপরই সুযোগ আসে ইন্ডিয়া বুক অফ রেকর্ডসের জন্য প্রতিদ্বন্দ্বিতা করার।
5/5
সেখান থেকেই একাধিক প্রতিযোগিতার পর স্নিগ্ধার এই স্বীকৃতি। ভবিষ্যতে আরও বিশেষ কিছু কাজ করতে চায় কলেজপড়ুয়া স্নিগ্ধা। বাবা শিবশঙ্কর চৌধুরী ব্যবসায়ী। মেয়ের সাফল্যে গর্বিত বাবা বললেন, ভবিষ্যতে এই বিষয়ে আরও অনেক কাজ করুক স্নিগ্ধা, এটাই চান তিনি।