টানা ৫ দিন ব্যাঙ্ক বন্ধের খবরে সত্যিটা স্পষ্ট করল কেন্দ্রীয় অর্থমন্ত্রক

Aug 31, 2018, 21:44 PM IST
1/7

খোলা থাকছে ব্যাঙ্ক

Bank_1

জাতীয় সংবাদমাধ্যমের খবরে জানা গিয়েছিল, সেপ্টেম্বরের প্রথম ৫ দিন ব্যাঙ্ক বন্ধ থাকতে পারে। জন্মাষ্টমী ও পরপর দুদিন আরবিআই কর্মীদের ধর্মঘটের জেরে এই জল্পনা ছড়িয়ে পড়েছিল।.

2/7

খোলা থাকছে ব্যাঙ্ক

Bank_2

পাঁচদিন ছুটি থাকছে না ব্যাঙ্ক। অর্থমন্ত্রক বিবৃতি দিয়ে জানিয়েছে, ৫দিন ব্যাঙ্ক ছুটি থাকার খবরটি নজরে এসেছে। এতে সাধারণের মধ্যে ভয় ছড়াচ্ছে।   

3/7

খোলা থাকছে ব্যাঙ্ক

Bank_3

পয়লা সেপ্টেম্বরের প্রথম শনিবার। মাসের দ্বিতীয় ও চতুর্থ শনিবার ব্যাঙ্ক বন্ধ থাকে। ফলে ওইদিন যথারীতি ব্যাঙ্ক খোলা থাকবে।   

4/7

খোলা থাকছে ব্যাঙ্ক

Bank_4

রবিবার ব্যাঙ্কের এমনিতেই ছুটি।

5/7

খোলা থাকছে ব্যাঙ্ক

Bank_5

৩ সেপ্টেম্বর জন্মাষ্টমী। তবে ওই দিন জাতীয় ছুটি নয়। ফলে উত্তর ভারতের কয়েকটি রাজ্য বাদে ভারতের অন্যত্র ব্যাঙ্কের কাজকর্মে কোনও ছেদ পড়বে না। 

6/7

খোলা থাকছে ব্যাঙ্ক

Bank_6

৪ ও ৫ সেপ্টেম্বর ধর্মঘটের ডাক দিয়েছে United Forum of Reserve Bank Officers and Employees। তবে এই ধর্মঘটে সামিল হবেন শুধু আরবিআই কর্মীরাই। সেক্ষেত্রে সাধারণ ব্যাঙ্কে কোনও প্রভাব পড়বে না। তবে বড় লেনদেন ও নেট-লেনদেনে সমস্যা হতে পারে।

7/7

খোলা থাকছে ব্যাঙ্ক

Bank_7

উল্লেখ্য, স্বরাষ্ট্রমন্ত্রক জানিয়েছে, সব দিনই এটিএমের পরিষেবা অব্যাহত থাকবে।