Bat Coronavirus HKU5-CoV-2: জ্বর? গলা জ্বালা? সারা শরীরে ব্যথা? সাবধান! ব্যাট করোনাভাইরাসের কবলে পড়েননি তো?

Bat Coronavirus HKU5-CoV-2 Symptoms: এ বিষয়ে নিশ্চিত হতে আরও পরীক্ষার প্রয়োজন বলে মনে করছেন বিজ্ঞানীরা। তাঁরা এ-ও মনে করিয়ে দিচ্ছেন, বিশ্বে অসংখ্য করোনা ভাইরাস রয়েছে। যেগুলির মধ্যে খুব সামান্যই মানুষকে সংক্রমিত করার ক্ষমতা রাখে। কিন্তু এই ব্যাট করোনাভাইরাস?

| Feb 22, 2025, 20:09 PM IST

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: 'সেল' নামের এক বিজ্ঞান বিষয়ক জার্নালে প্রকাশিত হয়েছে এক গবেষণাপত্র। 'ব্যাট উওম্যান' নামে পরিচিত ভাইরোলজিস্ট শি ঝেংলির নেতৃত্বে এক গবেষকদল গবেষণাটি চালিয়েছে। আবিষ্কৃত হয়েছে নতুন এক করোনা ভাইরাস। HKU5-CoV-2। কতটা ভয়ংকর হয়ে উঠতে পারে এই ভাইরাস? কীভাবে বুঝবেন এতে আক্রান্ত হয়েছেন? কী কী এর লক্ষণ? জানুন সব কিছু...

1/6

কোভিড-১৯

কোভিড-১৯ অতিমারি শুরু হয়েছিল ২০১৯ সালের ডিসেম্বরে। চিনে প্রথমবারের মতো করোনাভাইরাস শনাক্ত হয়েছিল তখন। ২০২০ সালের গোড়ার দিকে করোনা বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ে। 'হু' (WHO) মহামারি ঘোষণা করে। কোভিডে বিশ্বজুড়ে মৃত্যুমিছিল দেখা গিয়েছিল। ২০২৫ সালের ফেব্রুয়ারি পর্যন্ত COVID-19 অতিমারিতে বিশ্ব জুড়ে ৭০ লক্ষেরও বেশি মানুষের মৃত্যু ঘটেছে। HKU5-CoV-2-এর জেরে আবার কি সেই পরিস্থিতি তৈরি হতে চলল?

2/6

করোনার সঙ্গে মিল

বলা হচ্ছে এই ভাইরাস বাদুড়ের দেহ থেকে সংক্রমিত হতে পারে। সত্যিই বাদুড় থেকে মানবদেহে সংক্রমণ ছড়াতে পারে HKU5-CoV 2? বিজ্ঞানীরা বলছেন, সেই সম্ভাবনা প্রবল। তাঁরা এই কথা বলছেন, কেননা, আগের করোনা ভাইরাসের সঙ্গে নতুন এই ভাইরাসের গঠনের আশ্চর্য মিল! 

3/6

সিম্পটম্স!

তাহলে আসুন, এর লক্ষণগুলি আগে জেনে নেওয়া যাক। মূলত, রেসপিরেটরি সিস্টেমে আক্রমণ হানে এটি। জ্বর, কাশি, ছোট শ্বাস, গলায় জ্বালা-ব্যথা, ক্লান্তি, সারা শরীরে ব্যথা।

4/6

বাদুড় থেকেই

সরাসরি বাদুড় থেকেই ছড়াতে পারে এই রোগ। যেমন বাদুড়ের লালা, মূত্র ইত্যাদির মারফত। এটি প্রত্যক্ষ।

5/6

ইন্টারমিডিয়েট হোস্ট

পরোক্ষ ভাবেও ছড়াতে পারে। মানে, বাদুড় থেকে অন্য কোনও প্রাণী পশু পাখি বা স্তন্যপায়ী সেখান থেকে মানুষে। বিজ্ঞানীরা বলছেন, এরকম কোনও ইন্টারমিডিয়েট হোস্ট থাকলে বিষয়টি তরান্বিত হয়ে উঠতে পারে। 

6/6

কী ভাবে ছড়ায়?

বিজ্ঞানীরা বলছেন, এই ভাইরাস ACE2-রিসেপটর মারফত মানুষের কোষকে আক্রমণ করতে পারে। এই একই রিসেপ্টর থাকে SARS-CoV-2-তেও, যেটা Covid-19-এর জন্য দায়ী। এখনই প্যান্ডেমিক হওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়নি। তবে সাবধান থাকতে হবে। দেখতে হবে কোনও মিউটেশন ঘটে যায় কিনা।   (Disclaimer: প্রাপ্ত তথ্যের ভিত্তিতে এই পরামর্শ দেওয়া হচ্ছে, কোনও সুপারিশ করা হচ্ছে না।)