এবার IPL কোথায় হবে? বোর্ড প্রেসিডেন্টের কথায় মিলল ইঙ্গিত

Jul 07, 2020, 14:18 PM IST
1/5

আইপিএল আয়োজনের জন্য ভারতই প্রথম পছন্দ তা আগেই স্পষ্ট করে দিয়েছিলেন বিসিসিআই সভাপতি সৌরভ গাঙ্গুলি। প্রয়োজনে ফাঁকা স্টেডিয়ামেও আইপিএল করতে তৈরি ভারতীয় বোর্ড।

2/5

কিন্তু ভারতে করোনা পরিস্থিতি কিছুতেই আয়ত্বে আনা যাচ্ছে না। প্রতিদিন লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। উদ্বেগজনক পরিস্থিতি দেশজুড়ে।  বিশ্বে মোট করোনা আক্রান্তর পরিসংখ্যানে ভারত এবার রাশিয়াকে ছাপিয়ে এখন তৃতীয় স্থানে।

3/5

বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলি বলেন, "আমার মনে হয় আগামী ২-৩ মাস এরকমই চলবে। কিছুটা কঠিন সময়। আমাদের সহ্য করেই নিতে হবে।  এই বছরের শেষ কিংবা ২০২১ সালের প্রথম দিকে হয়তো আমরা আবার স্বাভাবিক জীবনে ফিরতে পারব।"

4/5

এরপরেই সৌরভ জানান, এবছর ভারতে আইপিএলের সম্ভাবনা কমে এল অনেকটাই। যদিও সম্ভাব্য সেপ্টেম্বর-নভেম্বরে আইপিএল হলেও, দেশের বাইরে হতে পারে এবারের আইপিএল। ইঙ্গিত সৌরভের কথাতেও।  

5/5

শ্রীলঙ্কা, সংযুক্ত আরব আমিরশাহির পর এবার আইপিএল আয়োজন করতে চেয়ে ভারতীয় ক্রিকেট বোর্ডের কাছে প্রস্তাব দিয়েছে কিউই ক্রিকেট বোর্ড। নিউ জিল্যান্ড এই মুহূর্তে যে প্রায় করোনা মুক্ত।