Bangla Bandh: কতক্ষণ বনধ? রাস্তায় কি বেরনো যাবে না? রাজ্য জুড়ে বুধবারও চলবে ক্ষোভ-বিক্ষোভ-প্রতিবাদ?
12-Hour Bangla Bandh: পশ্চিমবঙ্গ রাজ্য বিজেপির তরফে সুকান্ত মজুমদার আগামী কাল ১২ ঘণ্টার বনধের ডাক দিলেন। তৃণমূলের তরফে কুণাল ঘোষ জানিয়েছেন, আগামী কাল ২৮ অগাস্ট কোনও বাংলা বনধ হবে না।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: আরজি কর কাণ্ডে প্রতিবাদে আজ, মঙ্গলবার নবান্ন অভিযান হল। সেই কর্মসূচিকে কেন্দ্র করে রণক্ষেত্রের চেহারা নিল সাঁতরাগাছি, বড়বাজার। 'পুলিসের উসকানি ছিল, তারা প্রচুর মানুষকে মারধর করেছেন', বললেন শুভেন্দু অধিকারী। বিরোধী দলনেতার মতে, 'ছাত্রসমাজ থেকে বলেছিল, বাধা দিলে প্রতিরোধ হবে। কিন্তু আমরা সংযত থাকব। তাঁরা সেকাজটা করেছেন'। কিন্তু এর পরেও বনধ ডাকল বিজেপি।
2/7
সুকান্ত উবাচ
![সুকান্ত উবাচ](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2024/08/27/489193-b-2.png)
photos
TRENDING NOW
3/7
পুলিসের দিকে তির
![পুলিসের দিকে তির](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2024/08/27/489191-b-3.png)
4/7
বিজেপির ডাক
![বিজেপির ডাক](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2024/08/27/489190-b-4.png)
এদিকে বিজেপির এই বনধের ডাকের তীব্র প্রতিবাদ জানিয়েছে তৃণমূল। তারা বলেছে, ওরা কি ভেবেছিল, নবান্ন অভিযান ডাকবে আর পুলিশ থাকবে না? ওরাই ব্যরিকেড ভেঙেছে। পুলিসকে পাথর, ইট মারা হয়েছে। একাধিক পুলিসকর্মী আহত। এরপর আবার বাংলা বনধও ডাকল। এখন আর জাস্টিস চাইছে না। এখন চেয়ার চাইছে। এটা একটা বড় প্লট। পুলিস রক্তাক্ত হয়েও সংযম দেখিয়েছে।
5/7
তৃণমূলের বক্তব্য
![তৃণমূলের বক্তব্য](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2024/08/27/489188-b-5.png)
6/7
সাধারণ মানুষ?
![সাধারণ মানুষ?](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2024/08/27/489187-b-6.png)
7/7
আলাপন বন্দ্যোপাধ্যায়
![আলাপন বন্দ্যোপাধ্যায়](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2024/08/27/489202-alapan.png)
মুখ্যমন্ত্রীর মুখ্য উপদেষ্টা আলাপন বন্দ্যোপাধ্যায় বুধবারের বনধ নিয়ে সরকারের মতামত জানিয়ে দিলেন। তিনি বলেছেন, 'ছাত্রদের প্রতি আমাদের সহানুভুতি আছে। তবে কালকের বনধকে মানা হবে না। বনধ বা আন্দোলনের নামে স্বাভাবিক জীবন বিঘ্নিত করা হচ্ছে। কাল সব খোলা থাকবে। সরকার সব নর্মাল রাখার ব্যবস্থা করবে।' পাশাপাশি আজকের নবান্ন অভিযান নিয়ে আলাপন বলেন, 'পুলিস আজ যথাসম্ভব শান্ত থেকেছে।'
photos