Home Image: 
BB 18 winner Karan Veer: 'ঘুষ দিয়ে বিগ বস জিতেছে'! খেতাব পেয়েই সমালোচনার মুখে করণবীর, 'এই শোয়েই আসতাম না যদি'...
Domain: 
Bengali
Home Title: 

'ঘুষ দিয়ে বিগ বস জিতেছে'! খেতাব পেয়েই সমালোচনার মুখে করণবীর, 'এই শোয়েই আসতাম না যদি'...

English Title: 
Bigg Boss 18 winner Karan Veer on accusations of paid media Actor state BB house is rehab for him
Slide Photos: 

পাশাপাশি তিনি জানান যে এই শোয়ে তাঁকে মানুষ হিসাবে ধৈর্য্যশীল করেছে। এই শো আসলে তাঁর কাছে রিহ্যাব থেকে ফেরার মতো। 

সমালোচনার উত্তরও দেন অভিনেতা। তিনি বলেন, 'সত্যি যদি আমার এত টাকা থাকত। ভালো হতো। তাহলে এই শোয়েই আসতাম না।'

তবে বিগ বস জয়ের পরেই করণ বীরের বিরুদ্ধে ঘুষ দিয়ে জেতার অভিযোগ তোলে নেটপাড়ার একাংশ। মিডিয়াকেও টাকা দেওয়ার অভিযোগ ওঠে করণের বিরুদ্ধে। 

বিজয়ীর নাম ঘোষণার আগে, সলমান খান এবারের সিজনের সেরা ৬ ফাইনালিস্টের পরিবারের প্রতি আবেগঘন বার্তা দিয়ে গ্র্যান্ড ফিনালের উদ্বোধন করেন। পরে চূড়ান্ত প্রতিযোগী ও অন্যান্য প্রতিযোগীরা কয়েকটি নৃত্য পরিবেশন করেন।

এই জয়ের পর জনপ্রিয় এই রিয়েলিটি শোয়ের সাম্প্রতিককালের বিজেতা হিসাবে মুনওয়ার ফারুকি, এমসি স্ট্যান এবং তেজস্বী প্রকাশের সঙ্গে জুড়ে গেল টিভি তারকা করণ বীর মেহরার নাম। 

 

বিগ বস ১৮ বিজয়ীকে দর্শকদের ভোটের ভিত্তিতে বেছে নেওয়া হয়। রবিবার বিগ বস ১৮ বিজয়ী হিসাবে করণ বীর পান ৫০ লক্ষ টাকার নগদ পুরস্কার এবং একটি নতুন সোনার ট্রফি।

দুই পাশে দুই প্রতিযোগী করণ বীর মেহরা ও ভিভিয়ান ডিসেনার করণের হাত তুলে সহ-প্রতিযোগীদের সামনে উচ্চস্বরে করণ বীর মেহরাকে বিগ বস ১৮ বিজেতা হিসাবে ঘোষণা করেন।

বিগ বস-১৮ এ গ্র্যান্ড ফিনালেতে দুজন ফাইনালিস্ট ছিলেন, একজন করণ বীর, অন্যজন ভিভিয়ান ডিসেনা। 

দীর্ঘ ১০৪ দিন ধরে বিগ বসের ঘরের নানান নাটকীয়তা, নানান টাস্ক, মারামারির পর লক্ষ লক্ষ ভোটে বিগ বস জিতলেন করণ বীর। 

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: জনপ্রিয় রিয়ালিটি শো বিগ বসের ১৮তম সিজনের মুকুট জিতলেন অভিনেতা করণ বীর মেহরা। 

Publish Later: 
No
Publish At: 
Monday, January 20, 2025 - 13:15
Mobile Title: 
'ঘুষ দিয়ে বিগ বস জিতেছে'! খেতাব পেয়েই সমালোচনার মুখে করণবীর, 'এই শোয়েই আসতাম না যদি'
Facebook Instant Gallery Article: 
No